মিনি পাটিসাপ্টা(Mini patishapta recipe in Bengali)

Subhra Sen Sarma
Subhra Sen Sarma @cook_26940124

মিনি পাটিসাপ্টা(Mini patishapta recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা
৩,৪ জন
  1. ক্ষীরের জন‍্য
  2. ১ লিটার দুধ
  3. ১০০ গ্রাম কনডেন্সড মিল্ক
  4. ১/২ চা চামচ এলাচ গুঁড়ো
  5. ২ চা চামচ গোলাপ জল
  6. পুরের জন‍্য
  7. ৬-৭ টা কাজু
  8. প্রয়োজন অনুযায়ী কিসমিস
  9. ২টেবিল চামচ সুজি
  10. ১ টা ছোট নারকেল কোরা বা (গুঁড়ো)
  11. স্বাদ মতোখেজুরের গুড় (গুড়ো করা)
  12. ১ কাপ গুঁড়ো দুধ
  13. ২-৩ চা চামচ ঘি
  14. পাটিসাপ্টার জন‍্য
  15. ২ কাপ ময়দা
  16. ২-৩ চা চামচ চালের গুঁড়ো
  17. ২-৩ চা চামচ চালের গুঁড়ো
  18. ১/২চা চামচ নুন
  19. ২ চা চামচ চিনি গুঁড়ো
  20. ২ কাপ জল
  21. পরিমাণ মতো গোটা লবঙ্গ

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা
  1. 1

    সসপ‍্যানে মঝারি আঁচে দুধ গরম করুন।ফুটতে শুরু করলে,আঁচ কমিয়ে কননডেন্সড দুধ দিন

  2. 2

    চিনি এবং এলাচ গুরো ঢেলে দিন অল্প ঘনো হওয়া পর্যন্ত কম আচে রাখুন এবং মঝে মাঝে নাড়তে থাকুন।নামিয়ে নিন।অল্প ঠান্ডা হলে গোলাপজল মিশিয়ে নিন।

  3. 3

    পুরের জন‍্য কড়াইয়ে ১ চামচ ঘি দিন।গরম হলে কাজু,কিসমিস সামান‍্য ভেজে সুজি দিয়ে আরো একটু ভেজে নিতে হবে।

  4. 4

    এবার কাজু বাদাম,মিক্সিতে একটু ঘুরিয়ে নিতে হবে।এবার নারকেল কোড়া,গুড় আর গুড়ো দুধ দিয়ে নাড়তে থাকুন।

  5. 5

    পুরোটা চটচটে হয়ে আসলে, ১ চামচ ঘি দিয়ে নেড়ে নামিয়ে নিন।

  6. 6

    ঠান্ডা হলে দু-হাতের তালুতে ঘি লাগিয়ে নিকুতির মতো গড়ে নিন।

  7. 7

    পাটিসাপটার জন‍্য ময়দা,চালের গুড়ো,সুজি,নুন,চিনি মিশিয়ে নিন।পরিমান মতো জল দিয়ে ব‍্যটার বানিয়ে নিন

  8. 8

    প‍্যানে অল্প ঘি দিয়ে ব্রাশ করে নিন

  9. 9

    চামোচে করে ব‍্যাটার দিয়ে ডিমের আকারে লুচি করে পাটিসাপটা বানিয়ে নিন।

  10. 10

    রং ধরলে পাটিসাপটার ভিতরে পুর দিয়ে মুড়ে নিন।লবঙ্গ দিয়ে আটকে দিন।

  11. 11

    সার্ভিং প্লেটে পাটিসাপটা তুলে উপরে ক্ষীর ঢেলে দিন ও গুড় গ্রেট করে দিয়ে পরিবেশন করুন মিনি পাটিসাপটা।

  12. 12
রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Subhra Sen Sarma
Subhra Sen Sarma @cook_26940124

Similar Recipes