ফ্রুট এন্ড নাট বাটার মিল্ক কেক (Fruit and nut buttermilk cake recipe in Bengali)

Purabi Das Dutta
Purabi Das Dutta @cook_26671580
Guwahati

ফ্রুট এন্ড নাট বাটার মিল্ক কেক (Fruit and nut buttermilk cake recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২ ঘন্টা
৬ সার্ভিস
  1. ১.৫ কাপ ময়দা
  2. ১/২ কাপ বাটার মিল্ক
  3. ১/২ কাপ বাটার / মাখন
  4. ১/৪ চা চামচ বেকিং পাউডার
  5. ১/৮ চা চামচ বেকিং সোডা
  6. ১.৫ কাপ চিনি
  7. ৩ টা ডিম
  8. ১.৫ চা চামচ লেবুর রস
  9. ১ চা চামচ ভেনিলা এসেন্স
  10. ১/২ কাপ মিক্স নাট(কাজু, আমন্ড, আখরোট)
  11. ১/২ কাপ ড্রাই ফ্রুট (এপ্রিকট, প্লাম, কিসমিস, খেজুর)

রান্নার নির্দেশ সমূহ

২ ঘন্টা
  1. 1

    প্রথমত ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা একসাথে মিক্স করে নিতে হবে। এরপর সমস্ত ড্রাই ফ্রুট এন্ড নাট ময়দার সাথে মিশিয়ে নিতে হবে।

  2. 2

    একটা পাত্রে বাটার ও চিনি খুব ভাল করে বিট করে নিতে হবে। ওর মধ্যে এক এক করে ডিম দিয়ে মেশাতে হবে। লেবুর রস ও ভেনিলা এসেন্স দিতে হবে। তারপর বাটার মিল্ক দিয়ে মিক্স করতে হবে।

  3. 3

    এরপর শুকনো উপকরণ ডিম ও চিনির মিশ্রণের মধ্যে হালকা হাতে মেশাতে হবে। একটি গ্রিজ করা কেক মোল্ডে ব্যাটার টা ঢেলে ৯০ মিনিট অল্প আঁচে কুকারের ভেতর বেক করতে হবে । ব্যাটারের ওপর কিছু টা ড্রাই ফ্রুট ছড়িয়ে দিলে মন্দ হয়না। কুকারের ঢাকনাতে কালো রাবারটা ও সিটি খুলে বেক করুন।

  4. 4

    কেক বেক হতেই ঠান্ডা খরে ডিমোল্ড করে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Purabi Das Dutta
Purabi Das Dutta @cook_26671580
Guwahati

Similar Recipes