ফ্রুট কেক (fruit cake recipe in Bengali)

Lisha Ghosh
Lisha Ghosh @cook_16475292

#CCC
প্রথমে সবাই কে জানালাম বড় দিনের আগাম শুভেচ্ছা❤️,
আমার ফ্রুট কেকের সাথে আনন্দ উপভোগ করুন
আমার মাইক্রভেনে ১০ মিনিট লেগেছে এই কেক তৈরী করতে ,

ফ্রুট কেক (fruit cake recipe in Bengali)

#CCC
প্রথমে সবাই কে জানালাম বড় দিনের আগাম শুভেচ্ছা❤️,
আমার ফ্রুট কেকের সাথে আনন্দ উপভোগ করুন
আমার মাইক্রভেনে ১০ মিনিট লেগেছে এই কেক তৈরী করতে ,

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
৫জনের জন্য
  1. ২ টো বেদনার ছাড়ানো দানা
  2. ২ টেবিল চামচ ব্রান্ডি
  3. ১টা হাঁসের ডিম
  4. ৫৫-৬০ গ্ৰাম আটা
  5. ৭০ মি. লি দুধ
  6. ৩টেবিল চামচ মাখন
  7. ১ চায়ের কাপ ড্রাই ফ্রুট
  8. ৪ টেবিল চামচ চিনি গুঁড়ো
  9. ১/২ চা চামচ বেকিং সোডা
  10. ১ চা চামচ অরেঞ্জ এসেন্স

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    একটা পাত্রে বেদনা, ব্রান্ডি,ড্রাই ফ্রুট মিশিয়ে

  2. 2

    একে একে মাখন,বেকিং সোডা, অরেঞ্জ এসেন্স,ডিম দিয়ে মিশিয়ে,

  3. 3

    আটা ও দুধ দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে

  4. 4

    একটা মাইক্রভেন পাত্রে মাখন ব্রাশ করে তার উপর আটা ছড়িয়ে,

  5. 5

    তাতে কেকের মিশ্রন দিয়ে ওপরে ড্রাই ফ্রুট ছড়িয়ে

  6. 6

    মাইক্রভেনে ৯ থেকে ১০ মিনিট বেক করে নিতে হবে,

  7. 7

    এবার কেকের উপরে চিনি ও দুধের মিশ্রন ব্রাশ করে দিলেই তৈরী ফ্রুট কেক

  8. 8

    এবার ঠান্ডা করে একটা পাত্রে নামিয়ে সাজিয়ে পরিবেশনের জন্য তৈরী ফ্রুট কেক ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Lisha Ghosh
Lisha Ghosh @cook_16475292
আমার রান্না করতে ভালো লাগে
আরও পড়ুন

Similar Recipes