হানি-গার্লিক চিকেন(Honey-garlic chicken recipe in Bengali)

Sutapa Chakraborty
Sutapa Chakraborty @cook_19287221

#চিকেন
#রন্ধনেবাঙালি
চাইনিজ খাবার আমাদের প্রায় সকলেরই খুব পছন্দের।এই হানি-গার্লিক চিকেন তার মধ্যে অন্যতম।বাঙালি তার নিজের মনের মাধুরী মিশিয়ে কিছু কিছু জিনিসের পরিবর্তন ঘটিয়ে তাকে আরও সুস্বাদু করে তুলেছে।আমিও তার ব্যতিক্রমী নই।এটি স্ট্রাটার হিসেবে যেমন ভালো লাগে তেমনই চাউমিনের সাথেও খেয়ে নিতে পারা যায় নির্দ্বিধায়।

হানি-গার্লিক চিকেন(Honey-garlic chicken recipe in Bengali)

#চিকেন
#রন্ধনেবাঙালি
চাইনিজ খাবার আমাদের প্রায় সকলেরই খুব পছন্দের।এই হানি-গার্লিক চিকেন তার মধ্যে অন্যতম।বাঙালি তার নিজের মনের মাধুরী মিশিয়ে কিছু কিছু জিনিসের পরিবর্তন ঘটিয়ে তাকে আরও সুস্বাদু করে তুলেছে।আমিও তার ব্যতিক্রমী নই।এটি স্ট্রাটার হিসেবে যেমন ভালো লাগে তেমনই চাউমিনের সাথেও খেয়ে নিতে পারা যায় নির্দ্বিধায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ঘন্টা
৩জন
  1. ম্যারিনেশন:-
  2. ৭৫০গ্রাম চিকেনের ছোট ছোট টুকরো
  3. ২ টেবিল চামচ আদা-রসুন বাটা
  4. ২ চা চামচ গোলমরিচের গুঁড়ো
  5. ২চামচ ওয়েস্টার সস
  6. ১টেবিলচামচ চিলি-গার্লিক সস
  7. ১টি ডিম
  8. স্বাদ অনুযায়ী নুন
  9. ৩- ৫ টেবিল চামচ কর্নফ্লাওয়ার
  10. সস তৈরি:-
  11. ৩ টেবিল চামচ টমেটো হট এন্ড সুইট ম্যাগি সস
  12. ২ টেবিল চামচ রেড চিলি সস
  13. ১টেবিল চামচ চিলি-গার্লিক সস
  14. ১টেবিল চামচ ওয়েস্টার সস
  15. ১টেবিল চামচ চিনি
  16. এছাড়াও:-
  17. ৬কোয়া রসুন কুচি
  18. ২ টেবিল চামচ ড্রাই রোস্ট করা তিল
  19. ২ টেবিল চামচ মধু
  20. ১টেবিল চামচ রেড চিলি ফ্লেক্স
  21. ১চা চামচ ভিনিগার
  22. প্রয়োজন মতো ভাজার জন্য রিফাইন্ড অয়েল
  23. ১/২কাপ জল

রান্নার নির্দেশ সমূহ

১ঘন্টা
  1. 1

    চিকেনের টুকরো গুলো জলে ধুয়ে পরিষ্কার করে চিপে জল বার করে রাখতে হবে একটা পাত্রে।এবারে এটাকে আদা-রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো, ওয়েস্টার সস, চিলি গার্লিক সস, রেড চিলি সস, ডিম, নুন দিয়ে মাখিয়ে নিতে হবে একটু।

  2. 2

    এরপর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করে নিতে হবে।এই কর্নফ্লাওয়ারের পরিমান এমন হবে যাতে খুব পুরু কোট না হয় চিকেনের।১৫মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে এইভাবে।(১৫মিনিট পরের চেহারারও ছবি থাকলো নীচে)।

  3. 3

    গ্যাসে একটা ননস্টিক কড়াই এ পর্যাপ্ত পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে মিডিয়াম ফ্লেমে অল্প করে চিকেনের টুকরো গুলো ছেড়ে ভেজে তুলতে হবে গোল্ডেন করে।ঠেসাঠেসি করে চিকেনের টুকরো গুলো না দেওয়ায় ভালো।তাহলে একে অপরের গায়ে চিটকে যেতে পারে।আমি তিনটি ব্যাচে ভেজে নিয়েছি সমস্ত চিকেন।

  4. 4

    একটা চাটুতে তিল ড্রাইরোস্ট করে নেওয়া হল।সস তৈরি করা হল উপরিউক্ত উপাদান গুলো দিয়ে-একটা বাটিতে টমেটো সস,রেড চিলি ও চিলি গার্লিক সস, ওয়েস্টার সস,চিনি একসঙ্গে মিশিয়ে তৈরি করা হল এই সস।

  5. 5

    চিকেন ভাজার অবশিষ্ট তেল থেকে দুই টেবিলচামচ তেল রেখে বাকিটা তুলে নিতে হবে।এবারে এই তেল গরম হলে গ্যাসের পাওয়ার সিমে রেখে রসুন কুচি ভেজে নিতে হবে আগে।

  6. 6

    রসুন একটু লাল হতেই দিয়ে দিতে হবে তৈরি করে রাখা সস।ফুটতে শুরু করলে ঐ সসের বাটি ধোয়া ১/২কাপ জল দিতে হবে এর মধ্যে।ভিনিগার ও চিলি ফ্লেক্সটাও এই সময় দিতে হবে।

  7. 7

    এই সস যখন ফুটে ঘন হয়ে আসতে থাকবে তখন দিতে হবে মধু মিশিয়ে।এরপরে ফ্রাই করা চিকেনের টুকরো গুলো মিশিয়ে দিতে হবে এই মধু মেশানো সসের সাথে।

  8. 8

    একদম মাখো মাখো হয়ে এলে ড্রাইরোস্ট করা তিল দিয়ে নাড়িয়ে-চাড়িয়ে গ্যাস অফ করে দিতে হবে।

  9. 9

    এবারে সারভিং ট্রে তে রেখে পরিবেশন করুন গরম গরম।আর এর স্বাদ নিন চোখ বন্ধ করে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sutapa Chakraborty
Sutapa Chakraborty @cook_19287221

Similar Recipes