লুচি,ছোলাডাল দিয়ে আলুর তরকারি(luchi cholardal die alur torkari recipe in Bengali)

Jhulan Mukherjee
Jhulan Mukherjee @Jhulan_91

#পূজা2020
পুজোর দিনে জলখাবার লুচি, আলুর তরকারি, মিষ্টি ছাড়া একদম মানায়না

লুচি,ছোলাডাল দিয়ে আলুর তরকারি(luchi cholardal die alur torkari recipe in Bengali)

#পূজা2020
পুজোর দিনে জলখাবার লুচি, আলুর তরকারি, মিষ্টি ছাড়া একদম মানায়না

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
2-3 জন
  1. লুচির জন্য
  2. 2 কাপময়দা
  3. 2-3টেবিল চামচ সাদা তেল
  4. স্বাদমতোনুন
  5. পরিমাণ মতোলুচি ভাজার জন্য তেল
  6. আলুর তরকারির জন্য
  7. 3 টিমাঝারি আলু
  8. 1/2 কাপভেজানো ছোলার ডাল
  9. স্বাদ অনুযায়ীনুন
  10. স্বাদ অনুযায়ীচিনি
  11. 1/2 চা চামচহলুদ
  12. 1/3 চা চামচগোটা জিরে
  13. 1 টিশুকনো লংকা
  14. 2 টিকাঁচা লংকা
  15. 1 চিমটিহিং
  16. 1/2 চা চামচভাজা জিরে গুঁড়া

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    প্রথমে ময়দা ময়ান দিয়ে জল দিয়ে মেখে 15 মিনিট রাখতে হবে।

  2. 2

    কড়া তে তেল দিয়ে জিরে, শুকনো লঙ্কা, হিং ফোড়ন দিয়ে ছোটো ছোটো টুকরো করা আলু গুলো দিয়ে একটু ভেজে নিতে হবে ।

  3. 3

    এরপর নুন,হলুদ,চিনি আর ছোলার ডাল দিয়ে একটু নাড়াচাড়া করে কাঁচা লঙ্কা গুলো দিয়ে জল দিয়ে ঢেকে রাখতে হবে,সেদ্ধ হয়ে গেলে ভাজা মশলা ছড়িয়ে নামিয়ে নিতে হবে।

  4. 4

    এরপর ময়দা থেকে ছোটো ছোটো লেচি কেটে তেল দিয়ে বেলে নিয়ে ডুবো তেলে ভেজে নিতে হবে।

  5. 5

    এবার গরম গরম পরিবেশন করুন লুচি,আলুর তরকারির সাথে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Jhulan Mukherjee
Jhulan Mukherjee @Jhulan_91

Similar Recipes