কাঁচা কলা ও ছানার মিশ্রনে তৈরি কোফতা (Kofta recipe in Bengali)

Sushmita Chakraborty
Sushmita Chakraborty @Suhmita_16

কাঁচা কলা ও ছানার মিশ্রনে তৈরি কোফতা (Kofta recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০ মিনিট
৪ জন
  1. কোফতা তৈরি করতে লাগবে
  2. ১/২ কাঁচা কলা
  3. ১ টা আলু
  4. ১/৪ কাপ ছানা
  5. ১/২ চা চামচ আদা বাটা
  6. ১/২ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো
  7. ১ টা বড় কাঁচা মরিচ কুচি
  8. ২চা চামচ ধনেপাতা কুচি
  9. স্বাদ মতনুন ও চিনি
  10. কারি তৈরি করতে লাগবে
  11. ১ টা টমেটো
  12. ১ চা চামচ আদা বাটা
  13. ১.৫ চা চামচ ধনে জিরে
  14. ২ টেবিল চামচ টকদই
  15. ১ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো
  16. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  17. ১/২ চা চামচ জিরা
  18. ১ টা তেজপাতা
  19. পরিমাণ মতগোটা গরম মশলা
  20. ১ টা শুকনো লঙ্কা
  21. ১ চিমটি হিং
  22. ১/৪ চা চামচ গরম মশলা গুঁড়ো
  23. স্বাদ মতনুন ও চিনি
  24. পরিমাণ মততেল ও ঘি

রান্নার নির্দেশ সমূহ

৪০ মিনিট
  1. 1

    কাঁচকলা আলু ভালো করে সেদ্ধ করে নিতে হবে তারপরে সবকিছু ভালো করে চটকে নিয়ে তার মধ্যে ছানাটা দিয়ে ভালো করে মাখাতে হবে

  2. 2

    এবার এর মধ্যে কোবতার উপকরণ গুলো সব দিয়ে ভালো করে মেখে নিয়ে কোপ্তা ভেজে তুলতে হবে তেল গরম করে

  3. 3

    জিরা তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মসলা ও হিং দিয়ে সুন্দর গন্ধ বেরোয় পর্যন্ত অপেক্ষা করতে হবে

  4. 4

    এবার আদাবাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একে একে টমেটো বাটা ধরে জিরের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ নুন দিয়ে ভালো করে কষাতে হবে

  5. 5

    কষানো হয়ে গেলে টক দই দিয়ে মিশিয়ে নিয়ে জল দিতে হবে ফুটে উঠলে কোফতাগুলো ছেড়ে দিতে হবে

  6. 6

    সবশেষে মিষ্টি ও গরম মসলা দিয়ে মিশিয়ে ঘি ছড়িয়ে নামিয়ে নিতে হবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sushmita Chakraborty

মন্তব্যগুলি

Similar Recipes