পমফ্রেট ঝাল (pomfret Jhal recipe in Bengali)

Sagarika Ghoshal
Sagarika Ghoshal @cook_31526429

পমফ্রেট ঝাল (pomfret Jhal recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ২ টি পমফ্রেট মাছ
  2. ১টি পেঁয়াজ বাটা
  3. ১/২ টমেটো বাটা
  4. ১ টেবিল চামচ পোস্ত বাটা
  5. ২ টেবিল চামচ সাদা সর্ষে বাটা
  6. স্বাদ মতনুন
  7. ২ টেবিল চামচ সর্ষের তেল
  8. ৪ চা চামচ হলুদ গুঁড়ো
  9. ২ টি কাঁচা লঙ্কা
  10. ১ চা চামচ কালো জিরে

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    পমফ্রেট মাছ নুন হলুদ মাখিয়ে হালকা ভেজে তুলে নিতে হবে।

  2. 2

    ওই তেলেই কালো জিরে কাঁচা লঙ্কা দিতে হবে। পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, নুন হলুদ ও টমেটো বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে

  3. 3

    এরপর একটি বাটিতে সরষে, পোস্ত, নুন হলুদ এবং সামান্য জল দিয়ে ভালো করে পেস্ট বানাতে হবে।

  4. 4

    এরপর এই পেস্ট গরম তেলে ছেড়ে দিতে হবে।ভালো করে নাড়াচাড়া করে সামান্য জল দিতে হবে।

  5. 5

    ভালো করে নাড়াচাড়া করে সামান্য জল দিতে হবে।জল দিয়ে ফুটে উঠলে ভেজে রাখা পমফ্রেট মাছ দিতে হবে।

  6. 6

    গ্রেভি একটু শুকনো হয়ে আসলে নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sagarika Ghoshal
Sagarika Ghoshal @cook_31526429

মন্তব্যগুলি

Similar Recipes