রেশমি প্রন (reshmi prawn recipe in Bengali)

Keya Mandal
Keya Mandal @cook_25675397
Chinsurah, Hooghly

রেশমি প্রন (reshmi prawn recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
4জন
  1. 500 গ্রামচিংড়ি মাছ
  2. 100 গ্রামদই
  3. 1/2 নারকোল
  4. 2টেবিল চামচ বেরেস্তা
  5. 1 টা বড় পেঁয়াজ কুচি
  6. 1 ইঞ্চিআদা
  7. 4 কোয়ারসুন
  8. 3টেএলাচ
  9. 1ইঞ্চি দারচিনি
  10. 4টে লবঙ্গ
  11. 1টেবিল চামচ জিরে বাটা
  12. 1টেবিল চামচ হলুদ গুঁড়ো
  13. স্বাদ মতনুন মিষ্টি
  14. 2 টোতেজপাতা

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    চিংড়ি মাছ ভালো করে বেছে নিয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নিতে হবে। নারকোল কুড়ে মিক্সিতে ঘুড়িয়ে ছেকে দুধ বের করে নিতে হবে। পিয়াজ লাল করে ভেজে নিয়ে বেরেস্তা করে নিতে হবে।

  2. 2

    কুচনো পিয়াজ আদা রসুন বেরেস্তা পিয়াজ গরম মসলা জিরে লঙ্কা কাজু দই সব একসাথে বেটে নিতে হবে।

  3. 3

    এবার পিয়াজ ভাজা তেলে বাটা মসলা দিয়ে কষতে হবে। মসলা কষার স্যথে সাথে পরিমান মতো নুন মিষ্টি হলুদ দিয়ে কষে চিংড়ী দিয়ে নাড়াচাড়া করে নারকোলের দুধ দিয়ে ফুটতে দিতে হবে। গরম মসলা ছড়িয়ে নামিয়ে নিতে হবে ।

  4. 4

    জিরা রাইস দিয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Keya Mandal
Keya Mandal @cook_25675397
Chinsurah, Hooghly

Similar Recipes