ফুলকপির মাঞ্চুরিয়ান(fulkopir manchurian recipe in Bengali)

 Hena Sarkar
Hena Sarkar @cook_23434392
Balligunge circular Road

#WW

ফুলকপির মাঞ্চুরিয়ান(fulkopir manchurian recipe in Bengali)

#WW

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 1 টা মাঝারিফুলকপি
  2. 1 টা মাঝারিক্যাপ্সিকাম
  3. 1 টা বড় পেঁয়াজ
  4. 1 টা বড টমেটো
  5. স্বাদ মতনুন
  6. 1 চামচহলুদ গুডো
  7. 100 গ্রামমযদা
  8. 4-5 চা চামচ কর্ণফ্লাওয়ার
  9. 1/2 চা চামচলঙ্কার গুঁড়ো
  10. 1.5 চা চামচ আদা রসুন বাটা
  11. 3 টেকাচালঙকা
  12. 1/2 চা চামচগোলমরিচ গুঁড়ো
  13. 3 টেবিল চামচটমেটো সস
  14. 1/2 চা চামচগ্রীন চিলি সস
  15. 1 চা চামচয়য়া সস
  16. 1 চা চামচভিনিগার
  17. 2 চা চামচ বেসন

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    ফুল কপি কেটে ধুযে নিলাম

  2. 2

    কডাইতে জল দিলাম নুন হলুদ দিযে ফুলকপি ভাপিযে নিলাম (2 নম্বর প্রথম ছবিটা ভুল করে দিয়েছি ঔ ছবি টা পরের ধাপে হবে

  3. 3

    একটা বড বাটিতে মযদা করনফলার নুন ব্যাসন লঙকারগুরো নিযে ভালো করে মিশিযে নিযে অল্প অল্প জল দিযে একটা ব্যাটার তৈরি করে নিলাম ফুলকপি গুলো ব্যাটারে দিযে ভালো করে মিশিয়ে নিযে পাচমিনিটের মতো রেখে দিলাম

  4. 4

    কডাইতে সাদা তেল দিলাম তেল গরম হবার পর একটা একটা করে ফুলকপি তেলে দিলাম ভাজা হযে যাবার পর তুলে নিলাম

  5. 5

    আবার কডাইতে তেল দিলাম তেল গরম হবার পর মিডিয়াম আচে আদা রসুন বাটা কাচালঙকা কুচি দিযে ভালো করে নেডে নিযে টমেটো কুচি দিযে নিলাম টমেটো নরম হযে যাবার পর ক্যাপ্সিকাম কুচি দিলাম নুন দিলাম হাফ চামচ গোলমরিচ গুরো টমেটোসস চিলি সস সযাসস ভিনিগার দিযে ভালো করে মিশিয়ে নিযে হাফ কাপ জল দিলাম ভাজা ফুলকপি দিযে ভালো করে মিশিয়ে নিলাম মাখা মাখার মতো হবে (আমার পেযাজ শাক ছিল না থাকলে উপর দিযে দিতাম) (করনফলাযার জলে গুলে দেওয়া যায) আমার প্রয়োজন হয়নি তৈরি করলাম ফুলকপির মানচুরিযান

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
 Hena Sarkar
Hena Sarkar @cook_23434392
Balligunge circular Road

Similar Recipes