গোবি মাঞ্চুরিয়ান (Gobi Manchurian recipe in Bengali)

Itikona Banerjee
Itikona Banerjee @chef_iti_12
বেহালা .. কোলকাতা -১৪১

#আমিরান্নাভালোবাসি
#ebook2
#পূজা2020
এই রেসিপি টি যে কোন অনুষ্ঠান বা এমনি ও বাড়ী তে জিরে রাইস বা পরোটার সাথে খাওয়া যায়। স্ট্রীট ফুড স্টাইল এ বানানো।

গোবি মাঞ্চুরিয়ান (Gobi Manchurian recipe in Bengali)

#আমিরান্নাভালোবাসি
#ebook2
#পূজা2020
এই রেসিপি টি যে কোন অনুষ্ঠান বা এমনি ও বাড়ী তে জিরে রাইস বা পরোটার সাথে খাওয়া যায়। স্ট্রীট ফুড স্টাইল এ বানানো।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০মিনিট
২জন
  1. ১টি ছোট ফুল কপি
  2. ১টি ছোট পেঁয়াজ কুচানো
  3. ২৷৩ টি লঙ্কা কুচানো
  4. ৩৷৪ টি রসুন কুচি
  5. ১ ইঞ্চিআদা গ্রেট করা
  6. ২ টেবিল চামচ স্প্রিং অনিয়ন
  7. ১ টেবিল চামচ ধনে পাতা
  8. ১ টেবিল চামচ লবণ
  9. ১ টেবিল চামচ কাশ্মীরী লঙ্কা গুঁড়ো
  10. ১ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  11. ২ টেবিল চামচ টমেটো সস
  12. ১টেবিল চামচ রেড চিলি সস
  13. ১ চা চামচ সোয়া সস
  14. ১৷২ চা চামচ হোয়াইট ভিনিগার
  15. ৫ টেবিল চামচ কর্নফ্লাওয়ার
  16. ৩ টেবিল চামচ ময়দা
  17. প্রয়োজন মত সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

২০মিনিট
  1. 1

    প্রথমে ফুল কপি ভাল করে ধুয়ে নিতে হবে, ছোট ছোট করে ফুল গুলো কেটে নিতে হবে। বাকি সব জিনিস হাতের সামনে গুছিয়ে নিতে হবে।

  2. 2

    একটা পাত্রে ফুলকপির মধ্যে লবণ, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো ভাল করে মিশিয়ে নিতে হবে, এরপর ওর মধ্যে ময়দা আর কনফ্লাওয়ার দিয়ে ভাল করে মিশিয়ে একটু জল দিয়ে কোটিং তৈরি করে নিতে হবে ফুলকপি গুলো কে।

  3. 3

    এবার একটা প্যানে তেল গরম করে ফুলকপি গুলো আসতে আসতে আসতে তেলে ভেজে নিতে হবে, বেশী ভাজা করবো না নয়তো শক্ত হয়ে যাবে। ভালো করে ছেনে তুলে নিতে হবে।

  4. 4

    এবার প্যানে ২টেবিল চামচ তেল গরম করে তাতে রসুন কুচি আর আদা গ্রেট করা দিয়ে নাড়াচাড়া করে লঙ্কা কুচি দিয়ে নাড়তে হবে, একটু ভাজা হলে পেঁয়াজ কুচি দিতে হবে, একটু নরম হয়ে আসলে ওর মধ্যে টমেটো সস, রেড চিলি সস, সোয়া সস, হোয়াইট সস, সপ্রীঙগ অনিয়ন আর একটু ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করে অল্প একটু জল দিতে হবে,

  5. 5

    তারপর ফুলকপির মানচুরীয়ান গুলো দিয়ে একটু নাড়তে হবে, উপর থেকে ধনেপাতা আর সপ্রীঙগ অনিয়ন দিয়ে দিলে পরিবেশনের জন্য তৈরি আমার গোবী মানচুরীয়ান।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Itikona Banerjee
Itikona Banerjee @chef_iti_12
বেহালা .. কোলকাতা -১৪১
আমি রান্না করতে খুব ভালো বাসি। প্রতিটি রান্না আলাদা আলাদা ভাবে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি।
আরও পড়ুন

মন্তব্যগুলি (6)

Similar Recipes