পায়েস (payesh recipe in Bengali)

ÝTumpa Bose
ÝTumpa Bose @Tumpacook_25061140

#LD

পায়েস (payesh recipe in Bengali)

#LD

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১লিটার দুধ
  2. ১মুঠোগোবিন্দ ভোগ চাল
  3. ৩মুঠোচিনি
  4. ১টাতেজপাতা
  5. ৭-৮টাকাজু
  6. ৭-৮টাকিসমিস
  7. ২টোছোট এলাচ থেঁতো করে
  8. ২টেবিল চামচগুঁড়ো দুধ

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    তরল দুধ টা জ্বাল দিয়ে একটু ঘন করে নিতে হবে।

  2. 2

    ততক্ষণে চাল টা ধুয়ে ভিজিয়ে রাখতে হবে।

  3. 3

    এবার একটা বাটিতে অল্প দুধ নিয়ে তাতে গুরো দুধ গুলে সেটা ঐ ফুটন্ত দুধে ধীরে ধীরে মেশাতে হবে।

  4. 4

    এবার চাল টা দিয়ে ক্রমশঃ নাড়তে হবে।

  5. 5

    চাল টা সিদ্ধ হয়ে গেলে ওতে চিনি আর কাজু টা দিয়ে দিতে হবে।

  6. 6

    চিনি দিলে একটু পাতলা হয়ে যাবে।আরও কিছু ক্ষণ ফুটিয়ে ঘন করে নিতে হবে।

  7. 7

    এবার কিসমিস আর এলাচ থেঁতো টা দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিতে হবে।

  8. 8

    পায়েস তৈরি। এবার একটা বাটিতে ঢেলে উপর থেকে আর একটু কাজু কিসমিস সাজিয়ে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
ÝTumpa Bose
ÝTumpa Bose @Tumpacook_25061140

মন্তব্যগুলি

Similar Recipes