চিংড়ি মাছের মালাইকারি (chingri macher malai curry recipe in bengali)

Sharmistha Paul
Sharmistha Paul @Sharmisthapaul

চিংড়ি মাছের মালাইকারি (chingri macher malai curry recipe in bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
4জন
  1. 5 পিসচিংড়ি মাছ
  2. 1/2কোরানো নারকেল
  3. পরিমান মতোলবঙ্গ দারচিনি ছোট এলাচ
  4. 1 টা বড় পেঁয়াজ বাটা
  5. 1/2 ইঞ্চিআদা বাটা
  6. 1/2 চা চামচচারমগজ বাটা
  7. 5 টাকাজু বাদাম বাটা
  8. 2 চা চামচপোস্ত বাটা
  9. 1/2 কাপনারকেল দুধ
  10. 1 কাপদুধের মালাই
  11. 2টেবিল চামচ সাদা তেল
  12. স্বাদ মতনুন মিষ্টি
  13. 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো
  14. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  15. 1/2 চা চামচজিরা গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    প্রথম মাছগুলো খুব ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়ে রাখতে হবে

  2. 2

    গ্যাসে করা বসিয়ে তার মধ্যে 2 টেবিল চামচ সাদা তেল দিতে হবে, তেল গরম হলে গোটা গরম মসলা দিয়ে দিতে হবে

  3. 3

    এবার গরম তেলের মধ্যে চিংড়ি মাছ গুলো দিয়ে হালকা লাল করে ভেজে তুলে নিতে হবে

  4. 4

    গ্যাস এর আঁচ কমিয়ে দিয়ে তার মধ্যে, ওই তেলের মধ্যে আদা পেঁয়াজ রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে

  5. 5

    আদা পেঁয়াজবাটা ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে তারমধ্যে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে স্বাদমতো নুন মিষ্টি দিয়ে আবার ভাল করে কষিয়ে নিতে হবে

  6. 6

    এবার করার মধ্যে পোস্ত বাটা চারমগজ বাটা কাজু বাদাম বাটা দিয়ে নুন মিষ্টি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে

  7. 7

    সব মশলা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন নারকেলের দুধ দিয়ে মসলা টাকে ফোটাতে হবে

  8. 8

    এবার হালকা ভেজে রাখা চিংড়ি মাছ গুলো দিয়ে ফুটিয়ে নিলাম

  9. 9

    যখন দেখব মাছটা সিদ্ধ হয়ে গেছে তখন চিংড়ি মাছের মধ্যে ঘী আর গরম মসলা গুঁড়া ছড়িয়ে নামিয়ে নিলাম

  10. 10

    আমি চিংড়ি মাছের মালাইকারি সাদা ভাতের সাথে পরিবেশন করলাম

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sharmistha Paul
Sharmistha Paul @Sharmisthapaul

Similar Recipes