মাছের ডিমের চপ(Macher Dimer Chop Recipe In Bengali)

Samita Sar
Samita Sar @cook_25646655

#PR

মাছের ডিমের চপ(Macher Dimer Chop Recipe In Bengali)

#PR

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০-৪৫ মিনিট
৪জন
  1. ১০০গ্ৰাম মাছের ডিম
  2. ২টো আলু
  3. ১টাটমেটো কুচি
  4. ২টো পেঁয়াজ কুচি
  5. ১চা চামচ আদা ও রসুন বাটা
  6. ৫টা লঙ্কা কুচি
  7. ১/২চা চামচ লঙ্কা গুঁড়ো
  8. ১/২চা চামচ কাশ্মীরী লঙ্কা গুঁড়ো
  9. ১/২চা চামচ হলুদ গুঁড়ো
  10. ১/২চা চামচ জিরে গুঁড়ো
  11. ১চা চামচ ধনে গুঁড়ো
  12. ১/২চা চামচ গরম মশলা গুঁড়ো
  13. স্বাদ মতনুন
  14. ফোঁড়ন
  15. ১চা চামচ জিরে ও কালোজিরে
  16. ১টালঙ্কা
  17. প্রয়োজন মত সাদা তেল
  18. ২চা চামচ কর্নফ্লাওয়ার ও
  19. ২চা চামচ ময়দা
  20. প্রয়োজন মতব্রেডক্রাম্ব

রান্নার নির্দেশ সমূহ

৪০-৪৫ মিনিট
  1. 1

    প্রথমে ডিম পরিষ্কার করে নিতে হবে।একটু নুন ও হলুদ মাখিয়ে রাখতে হবে।

  2. 2

    কড়াইয়ে ৩ চামচ তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে ও নুন,হলুদ দিয়ে ভাজতে হবে

  3. 3

    পেয়াঁজ বেশ ভাজা হলে এরমধ্যে মাছের ডিম,আদা ও রসুন বাটা দিয়ে ভালো করে কষাতে হবে, টমেটো কুচি,লঙ্কা কুচি, জিরে ও ধনেগুড়ো, কাশ্মীরি লঙ্কা গুড়ো, শুখনো লঙ্কা গুড়ো দিতে হবে, অল্প আঁচে সমানে নাড়তে হবে।

  4. 4

    নাড়তে নাড়তে বেশ শুখনো মতো হলে ধনেপাতা কুচি ও গরমমশলা গুড়ো ছড়িয়ে নামিয়ে নিতে হবে।

  5. 5

    এবার পুর থেকে লম্বা আকারে চপগুলো গড়ে নেবো।

  6. 6

    একটা বাটিতে কর্নফ্লাওয়ার ও ময়দা একটু নুন দিয়ে ব‍্যাটার গুলে নেবো, তবে খুব ঘন হবে না।

  7. 7

    এবার চপ গুলো ব‍্যাটারে চুবিয়ে ব্রেডক্রাম্ব লাগিয়ে আবার ও এই ভাবে ২বার কোট করতে হবে।

  8. 8

    এবার তেল গরম করে চপগুলো লাল করে ভেজে নিতে হবে।এবার গরম গরমচপ পেঁয়াজ কুচি ও সসের সঙ্গে পরিবেশন করুন

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Samita Sar
Samita Sar @cook_25646655

Similar Recipes