ফলুই মাছের ঝোল (Falai Macher Curry Recipe In Bengali)

Samita Sar
Samita Sar @cook_25646655

ফলুই মাছের ঝোল (Falai Macher Curry Recipe In Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫মিনিট
২ জন
  1. ২টো ফলুই মাছ অর্ধেক করা
  2. ২টো পেঁয়াজ কুচি করা
  3. ১টা আলু টুকরো করা
  4. ১চা চামচ আদা ও লঙ্কা বাটা
  5. ১/২চা চামচ কাশ্মীরী লঙ্কা গুঁড়ো
  6. ১চা চামচ জিরে গুঁড়ো
  7. ১/২ চা চামচ ধনে গুঁড়ো
  8. ১টা টমেটো বাটা
  9. স্বাদ মতনুন
  10. ১/২চা চামচ গরম মশলা গুঁড়ো
  11. ১/২চা চামচ কালোজিরে
  12. ১ টালঙ্কা ফোঁড়ন
  13. প্রয়োজন মতসর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

২৫মিনিট
  1. 1

    প্রথমে মাছে নুন ও হলুদ মাখিয়ে ১০ মিনিট মতো রাখতে হবে।এবার তেল গরম করে মাছ গুলো ভেজে তুলে নিতে হবে

  2. 2

    এবার ঐ তেলে কালোজিরে ও লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজতে হবে।আলু ভেজে তুলে নিতে হবে।

  3. 3

    এবার পেঁয়াজ ভাজা হলে ওর মধ্যে টমেটো বাটা,আদা ও লঙ্কা বাটা, জিরে ও ধনেগুড়ো, হলুদ ও কাশ্মীরী লঙ্কা গুড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, এর মধ্যে ভাজা আলু দিতে হবে।সব কষিয়ে নিয়ে প্রয়োজন মতো উষ্ণ গরম জল দিয়ে ফুটতে দিতে হবে,নুন দিতে হবে।

  4. 4

    এবার ঝোল ফুটে ঘন হলে মাছ গুলো দিয়ে আরোও মিনিট খানেক ফুটিয়ে গরমমশলা গুড়ো ছড়িয়ে নামিয়ে নিতে হবে।

  5. 5

    এবার গরম গরম পরিবেশন করুন ফলুই মাছের ঝাল ।আমি ভাতের সঙ্গে পরিবেশন করলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Samita Sar
Samita Sar @cook_25646655

Similar Recipes