মটন রেজালা(Mutton rezala recipe in Bengali)

Sushmita Chakraborty
Sushmita Chakraborty @Suhmita_16

#KD

মটন রেজালা(Mutton rezala recipe in Bengali)

#KD

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

10-15 মিনিট
2 সারভিংস
  1. 6-7 টুকরোচর্বিযুক্ত মাংস
  2. 3টেবিল চামচ টকদই
  3. 1/2পেঁয়াজ কুচি
  4. 1 টা বড় পেঁয়াজ সিদ্ধ করে বাটা
  5. 1/2 মুঠোভাঙ্গা কাজুবাদাম
  6. 1 চা চামচপোস্তদানা
  7. 1 চা চামচআদা রসুন বাটা
  8. রেজালা মশলার উপকরণ
  9. 1/6 টুকরোজায়ফল
  10. 1/6জয়িত্রী
  11. 1 টুকরোদারচিনি
  12. 2 টোলবঙ্গ
  13. 1/2 চা চামচগোটা ধনে
  14. 1 টাশুকনো লঙ্কা
  15. 9-10 টাসা মরিচ
  16. 1 টাবড় এলাচ
  17. স্বাদ মতনুন
  18. 1/2 চা চামচসামরিচ গুঁড়ো
  19. ফোঁড়নের উপকরণ
  20. 1 টাগোটা শুকনো লঙ্কা
  21. 1 টালবঙ্গ
  22. 1 টুকরোদারচিনি
  23. প্রয়োজন অনুযায়ীগোলাপ জল
  24. পরিমাণ মতঘি

রান্নার নির্দেশ সমূহ

10-15 মিনিট
  1. 1

    মাংস পরিষ্কার করে ধুয়ে নিন এবং টক দই, আদা রসুন বাটা, নুন ও সা মরিচ গুঁড়ো মিশিয়ে মেখে 7-8 ঘন্টা রেখে দিন।

  2. 2

    এবার প্রেশার কুকারে ঘি গরম করে তাতে ফোড়ন দিয়ে দিন এবং সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত অপেক্ষা করুন

  3. 3

    ম্যারিনেট করা মাংস দিয়ে দিন এবং ভাল করে কষিয়ে নিন 5 মিনিট

  4. 4

    জল বেরিয়ে গেলে পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিন, এবার কাজুবাদাম ও পোস্ত বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিন

  5. 5

    রেজালা মশলার উপকরণ শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে অর্ধেক দিয়ে দিন এবং ভাল করে কষিয়ে পরিমাণমতো জল দিয়ে 2 টো সিটি দিয়ে দিন

  6. 6

    ঢাকনা খুলে গোলাপ জল ও বাকি গুঁড়ো মশলা দিয়ে মিশিয়ে নামিয়ে নিন এবং পরিবেশন করুন গরম গরম, রুটি বা পরোটার সঙ্গে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sushmita Chakraborty

Similar Recipes