রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২ঘণ্টা ৩০মিনিট।
৪ জনার জন্য।
  1. ৬০০ গ্রাম মুরগির মাংস।\
  2. ১ বাটি টক দই
  3. ৪ টা পিঁয়াজ বাটা
  4. ২ টা পিঁয়াজ রিং করে কাটা
  5. ১ চা চামচ আদা বাটা
  6. ১ চা চামচ রসুন বাটা
  7. ৩-৪ টা কাঁচা লঙ্কা বাটা
  8. ১ চা চামচ সা মরিচ গুঁড়া
  9. ১ চা চামচ সা জিরা গুঁড়া
  10. ১ চা চামচগোলমরিচ গুঁড়া
  11. ২ চা চামচ বিরিয়ানির মশলা
  12. ২ চা চামচ কাজুবাদাম বাটা
  13. ৩-৪ চা চামচ পোস্ত বাটা
  14. ১/২ কাপ সাদা তেল
  15. ১ চা চামচঘি
  16. ১ চা চামচ কেওরা জল
  17. ৩-৪ ফোঁটা মিঠা আতর
  18. ২-৩ টা শুকনো লঙ্কা
  19. ২ টা তেজপাতা
  20. ৩-৪ টা এলাচি
  21. ৩-৪ টা লবঙ্গ।
  22. ১/২ টুকরো দারচিনি
  23. ১/২ চা চামচ গোটা গোলমরিচ
  24. স্বাদ মতোনুন
  25. পরিমান মতজল

রান্নার নির্দেশ সমূহ

২ঘণ্টা ৩০মিনিট।
  1. 1

    সবার প্রথমে মাংস গুলোর মধ্যে আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা ২ টা পিঁয়াজ বাটা, ১/২ বাটি টক দই এবং ১ চামচ সা মরিচ গুঁড়া, ১ চামচ সা জিরা গুরা ও ১ চামচ গোলমরিচ গুঁড়া এবং সাদ অনুযায়ী নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং ২ ঘণ্টা ঢেকে রাখতে হবে।

  2. 2

    তারপর চুলায় একটা করা বসিয়ে ওর মধ্যে ৩-৪ চামচ তেল ও ১ চামচ ঘি দিয়ে ওর মধ্যে শুকানো লঙ্কা, তেজপাত, গোটা গোলমরিচ এবং গোটা গরম মশলা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে ওর মধ্যে আরো ২ টা পিঁয়াজ বাটা দিয়ে ৬-৭ মিনিট নেড়েচেড়ে নিতে হবে।

  3. 3

    তারপর ওর মধ্যে ১/২ বাটি টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ওর মধ্যে ম্যারিনেট করা মাংস গুলো কে দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে।

  4. 4

    তারপর ওর মধ্যে কাজুবাদাম বাটা পস্তো বাটা ও ১ চামচ বিরিয়ানির মশলা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে।

  5. 5

    তারপর ওর মধ্যে পরিমান মত জল দিয়ে ঢেকে ১০ মিনিট রান্না করে নেবার পরে ওর মধ্যে পিঁয়াজের রিং গুলো দিয়ে আরো ৫ মিনিট রান্না করে নিতে হবে।

  6. 6

    তারপর নামানোর আগে ওর মধ্যে ১ চামচ বিরিয়ানির মশলা ও কেওরা জল এবং মিঠা আতর দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নিতে হবে এবং তৈরি হয়ে যাবে চিকেন রেজালা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Madhumita Kayal
Madhumita Kayal @Madhumita2008
Raghabpur(Baspara) P.O -Nepalgunj P.S -Bishnupur Dist -24 Pgs (S) Kolkata-700103.

মন্তব্যগুলি

Similar Recipes