কলকাতা স্টাইল মটন বিরিয়ানি রেসিপি সব থেকে সহজ পদ্ধতি না দেখলে মিস 🤤🤤।। ।।

Abhay Bain
Abhay Bain @cook_107993011

কলকাতা স্টাইল মটন বিরিয়ানি রেসিপি সব থেকে সহজ পদ্ধতি না দেখলে মিস 🤤🤤।। ।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা ৩০মিনিট
৪ জন
  1. 500 gmmutton
  2. 700 gmbasmati rice
  3. 500 mlwater
  4. 250 gmCurd
  5. 1 tbspKawra water
  6. 1 tbspRose water
  7. 5-6Kesar
  8. 3 dropatar
  9. 1 tbspSugar
  10. Onion ২-৩
  11. 2 tbspGinger girlick paste
  12. 2 tbspTurmeric powder
  13. 2 tbspKashmir Red chilli powder
  14. 2 tblsGhee

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা ৩০মিনিট
  1. 1

    মটন টা হলুদ দিয়ে ভালো করে মাখাতে হবে ৩০মিনিট।।

  2. 2

    এবার পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিন।।

  3. 3

    বেরেস্তা ভাজা তেলে মটন ও আলু গুলোকে ভেজে নেব।।

  4. 4

    মাথা নালু ভাজা হয়ে গেলে আদা রসুন বাটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব।।

  5. 5

    মসলাটা ভালো করে কষে গেলে তার মধ্যে ২৫০ গ্রাম টক দই দিয়ে দেবো।।

  6. 6

    দুইটা দিয়ে ভালো করে নাড়িয়ে ছেড়ে মটনগুলো দিয়ে দেব।। মটন গুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে ৫০০ এম এল জল এবং পরিমাণ মতো লবন দিয়ে দিন ।। জল দিয়ে ত্রিশ মিনিট মটন টাকে সেদ্ধ করে নিন।।

  7. 7

    মটন সিদ্ধ করার জুসে আলু টাকে ভালো করে সিদ্ধ করে নিন ।।

  8. 8

    আলু সেদ্ধ হয়ে গেলে ঝোলটা একটা বাটিতে নামিয়ে নিন।। আমি নিয়ে তার মধ্যে একটা পাতি লেবু গোলাপ জল কেওড়া জল মিঠা তোর ভালো করে মিক্স করে নিন।।

  9. 9

    এবং একটি পাত্রে মটন ও আলুটাকে ভালো করে সাজিয়ে নিন। সাজানো হয়ে গেলে তার উপর থেকে রেডি করা গ্রেভিটা দিয়ে দিন।

  10. 10

    সব দেওয়া হয়ে গেলে উপর থেকে পেঁয়াজের বেরেস্তা এবং টক দই দিয়ে দিন।। এর উপর দিয়ে ৭০% বয়েল করা বাসমতি চাল দিয়ে দিন।

  11. 11

    বাসমতি চালের উপর থেকে কিশোর ভেজানো জলটা ভালো করে ছড়িয়ে দিন। দেওয়া হয়ে গেলে তার উপর থেকে ৯ পার্সেন্ট বয়েল করা চালটা দিয়ে দিন। চারটা দেওয়া হয়ে গেলে উপর দিয়ে পেঁয়াজের ব্যবস্থা এবং কেশের পেছনে জল আর একবার দিয়ে দিন

  12. 12

    এবং ঢাকনাটা ভালো করে সিল করে দমে বসিয়ে দিন জোরালো আঁচে ১০ মিনিট। এবং আচ কমিয়ে ১০ মিনিট। গ্যাস অফ করে আরো ১০ মিনিট রেখে দিন।।

  13. 13

    ১০ মিনিট রেখে দিয়ে নামিয়ে নিয়ে গরম গরম সার্ভ করুন কলকাতা স্টাইল মটন বিরিয়ানি।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Abhay Bain
Abhay Bain @cook_107993011

Similar Recipes