চিংড়ি দিয়ে এঁচোড়ের কোপ্তা

Sanchita Das
Sanchita Das @cook_SanchitaDas30
Bhubaneswar

আমি এটা খুব ভালোবাসি খেতে।

চিংড়ি দিয়ে এঁচোড়ের কোপ্তা

আমি এটা খুব ভালোবাসি খেতে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫-৩০ মিনিট
৪ জনের জন্য পরিবেশিত
  1. ২৫০ গ্রামএঁচোড়
  2. ১ টি বড়আলু
  3. ১ কাপধনেপাতা
  4. ২ টি বড়পেয়াঁজ
  5. ৫ টিকাঁচা লঙ্কা
  6. ১ চা চামচকাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো
  7. ১ চা চামচআদা রসুন বাটা
  8. আধা চা চামচআদা কোড়ানো
  9. আধা চা চামচরসুন কোড়ানো
  10. আধা চা চামচগরম মশলা
  11. আধা চা চামচগোটা জিরা
  12. আধা চা চামচগোটা ধনে
  13. ৬ টিবাদাম
  14. ১ টিশুকনো লঙ্কা
  15. ১ টিএলাচ
  16. ১ কাপছোট চিংড়ি
  17. ১ বড় চামচফ্রেশ ক্রিম
  18. স্বাদমতনুন ও চিনি
  19. ১ বড় চামচময়দা
  20. প্রয়োজনমতরান্নার জন্য সর্ষের তেল
  21. প্রয়োজনমতভেজিটেবল তেল
  22. প্রয়োজনমতঘী
  23. ১ টিতেজপাতা
  24. ৮ টিকিসমিস

রান্নার নির্দেশ সমূহ

২৫-৩০ মিনিট
  1. 1

    এঁচোড় কেটে ধুয়ে নরম করে সেদ্ধ করে নিন।

  2. 2

    এবার আলু সেদ্ধ করে নিন।

  3. 3

    চিংড়ি মাছ হালকা ভাজুন।

  4. 4

    এঁচোড়,আলু'র সঙ্গে পেয়াঁজকুচি,কাঁচা লঙ্কা,শুকনো লঙ্কা গুঁড়ো,নুন,ধনেপাতা,ভাজা চিংড়ি,গরম মশলা গুঁড়ো,আদা-রসুন বাটা দিয়ে ভালোকরে চটকে নিন।

  5. 5

    মিশ্রণ থেকে ছোট ছোট বল বানান।

  6. 6

    প্লেটে অল্প ময়দা ছড়ান এবং এর উপর বলগুলো রাখুন। তেলে বাদামী করে ভাজুন।

  7. 7

    এবার প্যানে ২ চা চামচ সর্ষের তেল দিয়ে, পেয়াঁজকুচি,কাঁচালংকা,এলাচ,শুকনো লঙ্কা,গোটা জিরা,গোটা ধনে,আদা-রসুন কোড়া দিয়ে ভালোকরে ভাজুন এবং বেটে একত্রে নিন।

  8. 8

    এবার প্যানে বাকি তেল ও ঘী মেশান। এতে তেজপাতা,শুকনো লঙ্কা,বাটা মশলা যোগ করুন।

  9. 9

    এবার বাকি চিংড়ি,নুন,চিনি এবং দেড় কাপ জল দিয়ে দিন।

  10. 10

    এবার ফুটতে দিন এবং এঁচোড় এর কোপ্তাগুলো দিন। এতে ফ্রেশ ক্রিম দিন। এতে ধনেপাতা ও কিসমিস দিন ও আগুন নিভিয়ে দিন। রুটি বা ভাত দিয়ে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sanchita Das
Sanchita Das @cook_SanchitaDas30
Bhubaneswar

মন্তব্যগুলি

Similar Recipes