চমচম

Mahua Sadhukhan
Mahua Sadhukhan @cook_15440565

#ইন্ডিয়া

চমচম

#ইন্ডিয়া

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪ জন
  1. ১/২ লিটারদুধ
  2. ২ টেবিল চামচ ময়দা
  3. ১.৫ কাপ চিনি
  4. ৮কাপ জল
  5. ১/২কাপ গুঁড়ো দুধ
  6. ২ টেবিল চামচ ফ্রেশ ক্রীম
  7. ১ টেবিল চামচ ঘী
  8. ১ চিমটে জাফরান দুধে ভেজানো
  9. ২ টো ছোটো এলাচ
  10. ২ টো চেরি ফল কুচি বা গোলাপ পাপ্রী
  11. ২চা চামচ গুরো চিনি
  12. ২ টেবিল চামচ লিক্যুইড দুধ
  13. ২ টেবিল চামচ নারকেল কোরা
  14. ১ টা গোলাপ ফুলের পাপড়ি
  15. ২ টেবিল চামচ পাতিলেবুর রস

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে কড়াই তে দুধ ফুটিয়ে ওর মধ্যে লেবুর রস দিয়ে ছানা কাটিয়ে নিতে হবে।

  2. 2

    তারপর ছানাতাকে ভালো করে জল ঝরিয়ে নিয়ে ওর মধ্যে ২ টেবিল চামচ ময়দা দিয়ে ভালো করে ছানা টা ১০ মিনিট মতো মেখে লম্বা লম্বা করে চমচম এর মত বানিয়ে নিতে হবে।

  3. 3

    তারপর একটা কড়াই তে চিনি ও জল আর ছোটো এলাচ দিয়ে ফুটিয়ে রস বানাতে হবে।ওই ফুটন্ত রসের মধ্যে চমচম গুলো ছেড়ে ঢাকা দিয়ে ১০ মিনিট মতো ফোটাতে হবে।

  4. 4

    এবার একটা প্যান এ ঘী গরম করে ওর মধ্যে ২ টেবিল চামচ লিক্যুইড দুধ,ফ্রেশ ক্রীম,আর গুরো দুধ ও গুরো চিনি দিয়ে নাড়াচাড়া করে ওর মধ্যে দুধে ভেজানো জাফরান দিয়ে ভালো করে নেড়ে নেড়ে পুর বানিয়ে নিতে হবে।

  5. 5

    এবার ওই চমচম গুলো একটা করে নিয়ে মাঝখান থেকে শুধু ওপরের দিকে ছুরি দিয়ে ছিড়ে নিতে হবে।

  6. 6

    তারপর ওই পুর লম্বা করে চমচম এর মধ্যে ভরে শুকনো কড়াই তে হালকা রোস্ট করে নেওয়া নারকেল কোরা র মধ্যে গড়িয়ে নিয়ে চেরি কুচি বা গোলাপ পাপ্রীর ওপরে দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mahua Sadhukhan
Mahua Sadhukhan @cook_15440565

Similar Recipes