রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20 মিনিট
3 জন
  1. 3টি কৈ মাছ
  2. 1/4 চা চামচকালোজীরে
  3. 2টি কাঁচা লঙ্কা
  4. 1 চা চামচআদা বাটা
  5. 2 চা চামচজীরে বাটা
  6. 1 চা চামচসর্ষে বাটা
  7. 1 চা চামচধনে গুঁড়ো
  8. 1 চা চামচলঙ্কা গুঁড়ো
  9. 1/4 চা চামচহলুদ গুঁড়ো
  10. স্বাদমতো নুন
  11. পরিমান মতো সর্ষের তেল (পরিমানে একটু বেশী লাগবে)

রান্নার নির্দেশ সমূহ

20 মিনিট
  1. 1

    প্রথমে মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি।।এবার কড়াইতে অনেকটা তেল গরম করে মাছ গুলো ভেজে নিয়েছি।।খুব কড়া করে ভাজি নি।।

  2. 2

    বাকি তেলে কালোজিরা এবং কাঁচালঙ্কা ফোড়ণ দিয়েছি।

  3. 3

    এবার তারমধ্যে জিরে বাটা এবং আদা বাটা দিয়ে কিছুক্ষণ কষে নিয়েছি।

  4. 4

    তারমধ্যে দিয়েছি ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো,কিছুক্ষন নাড়াচাড়া করে তারমধ্যে দিয়েছি সর্ষে বাটা

  5. 5

    কিছুক্ষন কষেছি।এবার দিয়েছি ফুটন্ত গরম জল এবং স্বাদমতো নুন।ঝোল ফুটে উঠলে মাছগুলো দিয়েছি।

  6. 6

    কিছুক্ষন ফুটিয়ে নিয়েছি।জল কমে এলে নামিয়ে নিয়েছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Pallabi Ghosh Ray
Pallabi Ghosh Ray @cook_15446298

মন্তব্যগুলি

Similar Recipes