মাংসের ঘুগনী

Pallabi Ghosh Ray
Pallabi Ghosh Ray @cook_15446298

মাংসের ঘুগনী

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
4 জন
  1. 250 গ্রামঘুগনির মটর
  2. 100 গ্রামখাসীর মাংসের কিমা
  3. 1টি আলু
  4. 2 টেবিল চামচপিঁয়াজ বাটা
  5. 1 টেবিল চামচকাঁচা লঙ্কা বাটা
  6. 1 টেবিল চামচ আদা বাটা
  7. 1/2 টেবিল চামচরসুন বাটা
  8. 1টি টম্যাটো কুচি করা
  9. 1/2 চা চামচজীরে গুঁড়ো
  10. 1 চা চামচধনে গুঁড়ো
  11. 1চা চামচহলুদ গুঁড়ো
  12. 1 চা চামচলঙ্কা গুঁড়ো
  13. 1/2চা চামচগরম মসলা গুঁড়ো
  14. স্বাদমতো নুন
  15. পরিমাণমতো সর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    ঘুগনির মটর সারা রাত ভিজিয়ে রেখেছিলাম।।পরদিন সকালে 2 টি সিটি দিয়ে মটর সিদ্ধ করে নিয়েছি।।আলু ছোট টুকরো করে কেটে ভেজে নিয়েছি।।

  2. 2

    সমস্ত গুঁড়ো মসলা একসাথে জলে গুলে একটা পেস্ট বানিয়ে নিয়েছি।

  3. 3

    এবার কড়াইতে তেল গরম করে সব বাটা মসলা দিয়ে কিছুক্ষণ ভেজে গুঁড়ো মসলার পেস্ট দিয়েছি।

  4. 4

    কাঁচা গন্ধ গেলে কিমা এবং ভেজে রাখা আলু দিয়ে কিছুক্ষণ কোষেছি।কিমা কিছুটা সিদ্ধ হয়ে এলে সিদ্ধ মটর দিয়েছি।

  5. 5

    পরিমাণমতো গরম জল দিয়েছি।স্বাদমতো নুন দিয়েছি।কিছুক্ষন ফুটিয়েছি।সব কিছু সুন্দর ভাবে সিদ্ধ হয়ে গেলে এবং ঘুগনী ঘন হয়ে এলে নামিয়ে নিয়েছি।

  6. 6

    টম্যাটো কুঁচি,পিঁয়াজ কুঁচি,লঙ্কা কুঁচি ছড়িয়ে পরিবেশন করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Pallabi Ghosh Ray
Pallabi Ghosh Ray @cook_15446298

মন্তব্যগুলি

Similar Recipes