লাউ পাতা পাতায় মাছের পাতুরি

Keya Nayak
Keya Nayak @cook_12214370

#গল্পকথায় রান্নাবান্নায় জমে উঠুক আড্ডাটা#ইলিশ চিংড়ি মাছের পাতুরি তো খেয়েই থাকি আমরা। আজ একটু বদল করলাম কৈ মাছ দিয়ে পাতুরি লাউ পাতায় মুরে।

লাউ পাতা পাতায় মাছের পাতুরি

#গল্পকথায় রান্নাবান্নায় জমে উঠুক আড্ডাটা#ইলিশ চিংড়ি মাছের পাতুরি তো খেয়েই থাকি আমরা। আজ একটু বদল করলাম কৈ মাছ দিয়ে পাতুরি লাউ পাতায় মুরে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

15 মিনিট
2 জনের জন্যে
  1. 2 টো কৈ মাছ
  2. 2 চা চামচ সরষে বাটা
  3. 2 টো কাঁচা লঙ্কা
  4. 1 চা চামচ পোস্ত বাটা
  5. 2 চা চামচ নারকেল বাটা
  6. 1/2 টেবিল চামচ পেঁয়াজ কুঁচি
  7. 1 টি রসুন কোয়া
  8. 3 টেবিল চামচ সরষের তেল
  9. পরিমাণ মতোনুন
  10. 1/2 চা চামচ হলুদ

রান্নার নির্দেশ সমূহ

15 মিনিট
  1. 1

    মাছে নুন হলুদ মাখিয়ে 5 মিনিট রেখে দিতে হবে।

  2. 2

    নারকেল র সাথে পেঁয়াজ ও রসুন দিয়ে বেটে নিতে হবে।

  3. 3

    মাছের সাথে সরষে কাঁচা লঙ্কা দিয়ে বাটা, পোস্ত, নারকেল বাটা, নুন, ও তেল দিয়ে মেখে নিতে হবে। পরে 2 চা চামচ সরষে র তেল দিয়ে 5 মিনিট রেখে দিতে হবে।

  4. 4

    তারপর লাউ পাতা ভালো করে ধুয়ে একটা কাপড় দিয়ে মুছে নিয়ে তাতে একটু বাটা মশলা দিয়ে তার ওপর মাছ ও মশলা দিয়ে 4 ধার মুরে সুতো দিয়ে বেঁধে দিতে হবে।

  5. 5

    গ্যাসে ফ্রাই প্যানে বসিয়ে তাতে 3 চা চামচ তেল দিয়ে গরম করে নিতে হবে।তার ওপর বেঁধে রাখা মাছ গুলো সাজিয়ে দিয়ে ঢাকা দিয়ে গ্যাস কম করে 5 মিনিট ভাজতে হবে

  6. 6

    5 মিনিট পর ঢাকা খুলে মাছ উল্টে দিতে হবে, আবার ঢাকা দিয়ে 4 মিনিট ভেজে তুলে নিতে হবে।

  7. 7

    গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Keya Nayak
Keya Nayak @cook_12214370

মন্তব্যগুলি

Similar Recipes