গুঁড়ো দুধের সন্দেশ

SUBHA BASAK
SUBHA BASAK @cook_16633481

গুঁড়ো দুধের সন্দেশ

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

15মিনিট
2/3 সারভিংস
  1. 1/2 কাপ.সাধারন গরুর দুধ
  2. 2কাপ গুঁড়ো দুুধ
  3. স্বাদমত চিনি
  4. 1চিমটি এলাচ গুঁড়ো
  5. পরিমাণ মতো ঘি
  6. পরিমান মতো পেস্তা

রান্নার নির্দেশ সমূহ

15মিনিট
  1. 1

    প্রথমে একটি কড়াই বসিয়ে তা গরম করা হলো, তারপর ওর মধ্যে 1/2 কাপ দুধ দেওয়া হলো।

  2. 2

    এরপর দুধটা যখন হালকা গরম হয়ে ফুটবে তখন গুঁড়ো দুধ দিয়ে দিলাম এবং স্বাদ মত চিনি দিয়ে সমানে নাড়তে হবে।

  3. 3

    যখন পুরো পাক দেওয়া হয়ে যাবে, মানে যখন এটা কড়াই এর গায়ে আর লেগে ধরবে না তখন সামান্য এলাচ গুঁড়ো দিয়ে একটি ঘি মাখানো পাত্রে ঢেলে দিতে হবে।।

  4. 4

    ঠান্ডা করে কেটে নিতে হবে, তাহলেই তৈরি গুরো দুধের সন্দেশ।

  5. 5

    সাজানোর জন্য পেস্তা কুচি দেওয়া যেতে পারে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SUBHA BASAK
SUBHA BASAK @cook_16633481

Similar Recipes