হোল হুইট নলেন গুড়ের কেক

Shrabanti Ghoshal
Shrabanti Ghoshal @cook_17078395

আমি cooking baking এর মেম্বার।

হোল হুইট নলেন গুড়ের কেক

আমি cooking baking এর মেম্বার।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১২ জন
  1. 2 কাপআটা
  2. ১/২ কাপ টক দই
  3. ১/২ কাপ আন সাল্টেড বাটার / সাদা তেল
  4. 1 কাপনলেন গুড় গুঁড়ো করে নেওয়া
  5. 1 চা চামচ বেকিং সোডা ,
  6. ২ চা চামচবেকিং পাউডার
  7. ১/৪ চা চামচনুন
  8. 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স।
  9. ২০০ এম এলআগের দিন রাতে মিক্সড ফ্রুটস জুস
  10. ২ টেবিল চামচটুটি ফ্রুটি,
  11. ১ টেবিল চামচআলমণ্ড
  12. ২ টেবিল চামচ কাজু কিসমিস
  13. ১ টেবিল চামচমুন্নাকা
  14. ৫/৬ টাখেজুর টুকরো

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    আগের দিন রাতে মিক্সড ফ্রুটস জুস, টুটি ফ্রুটি, আলমণ্ড, কাজু কিসমিস, মুন্নাকা,খেজুর টুকরো করে ভিজিয়ে রাখতে হবে।

  2. 2

    কেক বানানোর সময় একটি পাত্রে এক কাপ বাটার ও এক কাপ গুড়ো গুর ব্লেন্ডার দিয়ে ভালো করে মিক্সড করতে হবে যতক্ষণ না গুর
    মাখন / বাটার মিশে যাই।

  3. 3

    এরপর ওই মিশ্রনে হাফ কাপ টক দই ভালো করে মেশাতে হবে। এর পর এক টেবিল চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে মিশিয়ে নিতে হবে।

  4. 4

    আলাদা একটি পাত্রে আটা বেকিং পাউডার, বেকিং সোডা এবং নূন চাল নি দিয়ে চেলে নিতে হবে। এরপর আটা র মিশ্রণ অল্প অল্প করে বেটার র মধ্যে দিয়ে কাট অ্যান্ড ফোল্ড পদ্ধতিতে মেশাতে হবে। প্রয়োজন হলে ১০০ মিলি লিটার দুধ হালকা গরম করে মেশানো যেতে পারে।

  5. 5

    এর পর মিক্সড ফ্রুটস ব্যাটার র সাথে মিশিয়ে দিতে হবে।

  6. 6

    বেকিং ট্রেতে বাটার পেপার রেখে তাতে ব্যাটার ঢেলে দিন।

  7. 7

    ২০০ ডিগ্রী সেন্টিগ্রেডে ও টি জি প্রি হিট করে নিন। ১৮০ ডিগ্রী সেন্টিগ্রেডে ৪০ মিনিট বেক করুন।

  8. 8

    কেক তৈরি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shrabanti Ghoshal
Shrabanti Ghoshal @cook_17078395

Similar Recipes