ধোকার ডালনা (dhokar dalna recipe in bengali)

Mousumi Bhattacharjee
Mousumi Bhattacharjee @cook_20509022

#ebook2
নববর্ষ
মা,ঠাকুরমাদের করে আসা সেই চিরাচরিত রান্না,যা নববর্ষের দিন অনেক পদের মধ্যে এই পদ টি আমি অবস‍্যই রেঁধে থাকি। এই রান্না টি আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি।

ধোকার ডালনা (dhokar dalna recipe in bengali)

#ebook2
নববর্ষ
মা,ঠাকুরমাদের করে আসা সেই চিরাচরিত রান্না,যা নববর্ষের দিন অনেক পদের মধ্যে এই পদ টি আমি অবস‍্যই রেঁধে থাকি। এই রান্না টি আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৫ জনের জন‍্য
  1. ধোকাটি তৈরী করার জন‍্য:
  2. ১ টি ধোকার প‍্যাকেট
  3. স্বাদ মতোনুন
  4. ১ চা চামচ চিনি
  5. ডালনা করার জন‍্য:
  6. ২ টিশুকনো লঙ্কা
  7. ২ টি তেজপাতা
  8. ২ টো কাঁচা লঙ্কা
  9. ১ চা চামচ গোটা জিরে
  10. ১ চা চামচ গোটা গরম মশলা
  11. ২ টেবিল চামচ আদাবাটা
  12. ১ চা চামচ হলুদগুঁড়া
  13. ১ টেবিল চামচ কাশ্মীরী লঙ্কা গুড়ো
  14. ১ টেবিল চামচ জিরে গুঁড়ো
  15. ১ টেবিল চামচ ধনেগুঁড়ো
  16. ১ চা চামচ হিং
  17. ৩ টি মাঝারি সাইজের আলু
  18. ১ টি টমেটো
  19. স্বাদমতোনুন
  20. ২ টেবিল চামচ চিনি

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে একটা পাত্রে প‍্যাকেট টা ঢেলে তাতে নুন চিনি ও পরিমাণ মতো জল দিয়ে মেখে রেখে দিলাম ২০ মিনিট।

  2. 2

    তার পর সেটাকে গরম তেলে নেড়ে, একটা থালায় ছড়িয়ে ঠাণ্ডা করে নিলাম।

  3. 3

    এরপর পিস পিস করে কেটে তেলে ভেজে নিলাম।

  4. 4

    তারপর কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে একে একে ফোরোন গুলো দিলাম। তারপর তার মধ্যে টমেটো কুচি দিলাম। এরপর ভালো করে কষে তার মধ্যে সমস্ত মশলাটা দিলাম।তারপর ছোট করে কাটা আলু গুলো দিয়ে নুন ও চিনি দিলাম। আরও একটু কষে নিলাম।

  5. 5

    তার পর জল দিয়ে আস্তে আস্তে ধোকা গুলো ছেড়ে দিলাম।

  6. 6

    এরপর কিছুক্ষণ ফুটিয়ে ঘি ও গরম মশলা দিলাম।

  7. 7

    তার পর নামিয়ে সাজিয়ে পরিবেশন করলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mousumi Bhattacharjee
Mousumi Bhattacharjee @cook_20509022

Similar Recipes