লাউ সুক্তো(lau shukto recipe in Bengali)

Sunanda Das
Sunanda Das @cook_sunanda7

#ebook2
#India2020
এটি একটি অথেনটিক বাঙালি রেসিপি আজকাল এতটা বানানো হয় না ।ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে ।তাই আমি এই রেসিপি টি তোমাদের সাথে সেয়ার করতে চাই।তোমরাও বানিও।

লাউ সুক্তো(lau shukto recipe in Bengali)

#ebook2
#India2020
এটি একটি অথেনটিক বাঙালি রেসিপি আজকাল এতটা বানানো হয় না ।ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে ।তাই আমি এই রেসিপি টি তোমাদের সাথে সেয়ার করতে চাই।তোমরাও বানিও।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
3 জন
  1. 2টো মাঝারি লাউ
  2. পরিমান মতোবিউলির ডালের বড়ি
  3. স্বাদমতোনুন,চিনি
  4. 2টেবিল চামচ পোস্ত বাটা
  5. 1/2 চা চামচগোটা কালো সর্ষে
  6. 1/2 কাপদুধ
  7. 1/2 চা চামচময়দা
  8. 1টা তেজপাতা
  9. 1/4 চা চামচপাঁচফোড়ন
  10. 1/2টেবিল চামচ আদা বাটা
  11. প্রয়োজন মতোসর্ষের তেল
  12. প্রয়োজন মতোজল
  13. 3টে কাঁচা লঙ্কা চেরা

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    লাউ ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে এইভাবে কেটে নিতে হবে

  2. 2

    এবার কড়াইয়ে তেল গরম হলে হলে বড়ি ভেজে নিতে হবে ।এবার ঐ তেলেই পাঁচফোড়ন, কালোসরষে, তেজপাতা, আদা বাটা দিয়ে একটু নেড়ে লাউ, নুন,চিনি,কাঁচা লঙ্কা সব দিয়ে আর একটু নাড়তে হবে ।

  3. 3

    এরপর প্রয়োজনমতো জল দিয়ে ঢাকা দিতে হবে ।লাউ সিদ্ধ হয়ে গেলে পোস্ত বাটা, দুধে ময়দা গুলে দিতে হবে এবার বড়ি দিয়ে আর কিছুক্ষণ নেড়ে মাখা মাখা হলে নামিয়ে নিতে হবে ।তাহলেই তৈরি লাউ সুক্তো।

  4. 4

    এবার গরম গরম পরিবেশন করুন লাউ সুক্তো।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sunanda Das
Sunanda Das @cook_sunanda7
রান্না করতে আমি ভালোবাসি রান্না করে সবাইকে খাওয়াতে আমার ভালো লাগে রান্না আমাকে খুশি দেয় আর রান্নার প্রতি ভালোবাসা সব আমার মেয়ের জন্য ও নানারকমের খাবার খেতে ভালো বাসে তাই ওর জন্য নানান খাবার বানাতে বানাতে রান্নার প্রতি আগ্রহ টা যেন আর দ্বিগুন বেড়ে গেছে 💕💖😊
আরও পড়ুন

Similar Recipes