প্রণ এগ নুডলস(Prawn egg noodles recipe in bengal)

Ananya Roy
Ananya Roy @cook_ananyaroy
Kolkata

#td
নুডলসে সচরাচর আমরা বাঁধাকপি দিয়ে থাকি। কিন্তু ফুলকপি দিয়ে নুডলস যে আরোও ভালো হয় সেটা না তৈরি করলে বুঝতেই পারতাম না। এই আইডিয়াটা আমি পেয়েছি কুকপ্যাডের @mou_25_cookpadbengal এর থেকে।

প্রণ এগ নুডলস(Prawn egg noodles recipe in bengal)

#td
নুডলসে সচরাচর আমরা বাঁধাকপি দিয়ে থাকি। কিন্তু ফুলকপি দিয়ে নুডলস যে আরোও ভালো হয় সেটা না তৈরি করলে বুঝতেই পারতাম না। এই আইডিয়াটা আমি পেয়েছি কুকপ্যাডের @mou_25_cookpadbengal এর থেকে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1ঘন্টা 10মিনিট
4 জনের জন্য
  1. 500 গ্রামনুডলস
  2. 2 টিগাজর কুচি
  3. 1/2ফুলকপি ছোট টুকরো করে কাটা
  4. 1 টিক্যাপ্সিকাম সরু করে কাটা
  5. 3 টিপেঁয়াজ সরু করে কাটা
  6. 10 কোয়ারসুন কুচি
  7. 1 চা চামচআদা-রসুন বাটা
  8. 1+1/4 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো
  9. 1টেবিল চামচ গ্রেট করা আদা
  10. 1+1/2 টেবিল চামচ ভিনিগার
  11. 1টেবিল চামচ সয়া সস
  12. 1টেবিল চামচ রেড চিলি সস
  13. 1 চা চামচচিনি
  14. স্বাদ মত নুন
  15. প্রয়োজন মত সাদা তেল
  16. 500 গ্রামচবড়া চিংড়ি খোসা ছাড়িয়ে নেওয়া
  17. 3 টিডিম
  18. 2টেবিল চামচ কর্নফ্লাওয়ার
  19. 100 গ্রামপেঁয়াজ শাক কুচি

রান্নার নির্দেশ সমূহ

1ঘন্টা 10মিনিট
  1. 1

    কড়াইতে জল দিন। নুন দিয়ে ফুটতে শুরু করলে নুডলস দিন। সেদ্ধ করে, ঠান্ডা জলে ধুয়ে, 1 চা চামচ সাদা তেল ছড়িয়ে ঝাঁকিয়ে নিন।

  2. 2

    চিংড়িতে আদা রসুন বাটা, নুন, 1/4 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো, 1/2 টেবিল চামচ ভিনিগার মাখিয়ে 15 মিনিট রাখুন। 1 টি ডিমের সাদা, কর্নফ্লাওয়ার মাখিয়ে সাদা তেলে ভেজে তুলে রাখুন।

  3. 3

    এবার বাকি 2 টি ডিম, 1 টি ডিমের কুসুম, নুন দিয়ে ফেটিয়ে নিন। কড়াইতে তেল কমিয়ে নিয়ে ওতে দিয়ে ভুর্জি বানিয়ে তুলে রাখুন। কড়াইতে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে গাজর ও ফুলকপি দিয়ে নুন দিয়ে মিশিয়ে গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে রাখুন 3-4 মিনিট। তারপর ঢাকনা খুলে, গ্যাস বাড়িয়ে ভেজে তুলে রাখুন।

  4. 4

    এবার কড়াইতে রসুন কুচি দিয়ে, পেঁয়াজ কুচি, ক্যাপ্সিকাম কুচি দিয়ে ভেজে নিন।

  5. 5

    গ্রেড করা আদা, ভিনিগার, সয়া সস, রেড চিলি সস, চিনি দিয়ে নাড়াচাড়া করে নুন আর বাকি গোলমরিচ গুঁড়ো দিন। এবার সেদ্ধ করা নুডলস, ভেজে রাখা চিংড়ি, ডিমের ভুর্জি, ফুলকপি ও গাজর ভাজা দিন। পেঁয়াজশাক কুচি ছড়িয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার গরম গরম পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Ananya Roy
Ananya Roy @cook_ananyaroy
Kolkata
I love cooking. Want to learn more cooking recipes.
আরও পড়ুন

Similar Recipes