ম‍্যাংগো-মিন্ট ভারমিসিলি টার্ট।

Rebeka Sultana
Rebeka Sultana @Rebeka77

ম‍্যাংগো-মিন্ট ভারমিসিলি টার্ট।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৭ঘন্টা।
৪জনের জন্য।
  1. ১ প‍্যাকেট স্টিক সেমাই।
  2. ১কাপকনডেন্সড দুধ
  3. ৩ টেবিল চামচ ঘি ।
  4. ২ কৌটা ডানো ক্রীম।
  5. ১/২ কাপ তরল দুধ (ঠান্ডা)।
  6. ১ চা চামচ ভেনিলা এসেন্স।
  7. ১/২ কাপ আমের পাল্প।
  8. ১ চা চামচপুদিনাপাতা পেস্ট ।
  9. ২চা চামচলেবুর রস ।
  10. ২-৩ ফোঁটা হলুদ ও সবুজ ফুড কালার / খাবারের রঙ

রান্নার নির্দেশ সমূহ

৭ঘন্টা।
  1. 1

    প্যানে ঘি গরম করে সেমাই হালকা বাদামি করে ভাজতে হবে। এবার আঁচ অল্প রেখে এতে ১/২ কাপ কনডেন্সড দুধ মিশাতে হবে এবং বার বার নাড়তে হবে যেন লেগে না যায়। দুধ ও সেমাই ভালোভাবে মিশে গেলে নামিয়ে ফেলতে হবে।

  2. 2

    মোল্ড এ ঘি গ্ৰিজ করে সেমাই এর মিশ্রণ টি সমান ভাবে চেপে চেপে ছড়িয়ে দিতে হবে যেন কোনো ফাঁকা না থাকে। এবার এটিকে 30 মিনিট ফ্রিজ করতে হবে।

  3. 3

    এবার ডানো ক্রীম, তরল দুধ, কনডেন্সড দুধ, ভ্যানিলা এসেন্স্ দিয়ে ভালো ভাবে বিট / মেশাতে করতে হবে যেন ঘন হয়ে যায়। এখন এই মিশ্রণটি থেকে ১/২ আলাদা করে রাখতে হবে এবং বাকি ১/২ মিশ্রণে আমের পাল্প ও হলুদ ফুড কালার দিয়ে আবার বিট করতে হবে। এবার এই মিশ্রণটি সেমাই এর টার্ট এর ওপর সমান ভাবে ছরিয়ে দিয়ে 30 মিনিটের জন্য আবার ফ্রিজ করতে হবে।

  4. 4

    ক্রীমের বাকি ১/২ মিশ্রণে পুদিনাপাতা পেস্ট ও লেবুর রস মিশিয়ে বিট করতে হবে এবং টার্ট এর আমের লেয়ারের ওপরে সমান করে ছড়িয়ে কমপক্ষে ৬ ঘন্টার জন্য ফ্রিজে রাখতে হবে যেন ভালো ভাবে সেট হয়।

  5. 5

    টার্ট সেট হয়ে গেলে মোল্ড থেকে বের করে পছন্দ সাজিয়ে পরিবেশন করুন মজাদার ম‍্যাংগো-মিন্ট ভারমিসিলি টার্ট।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Rebeka Sultana
Rebeka Sultana @Rebeka77

মন্তব্যগুলি

Similar Recipes