চিকেন চাপ

Sukanya pramanick
Sukanya pramanick @cook_15683286

# অন্নপূর্ণার হেঁশেল
#বিয়েবাড়ির রান্না

চিকেন চাপ

# অন্নপূর্ণার হেঁশেল
#বিয়েবাড়ির রান্না

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০মিনিট
৩জনের
  1. ৬টা চিকেনের পিস (মিডিয়াম সাইজ)
  2. ৫টা রসুনের কোয়া
  3. ৩টে কাঁচা লঙ্কা
  4. ১টা ছোট আদার টুকরো
  5. ১চা চামচ গোটা পোস্ত
  6. ২চা চামচ গোটা কাজু
  7. ১চা চামচ গোটা চারমগজ
  8. ১\২কাপ দই
  9. ৫টা ছোট এলাচ
  10. ১টা ছোট দারচিনি
  11. ৪টে লবঙ্গ
  12. ১\২চা চামচ শা মরিচ
  13. ৫টা মরিচ
  14. অল্প জয়ত্রী
  15. ছোটভাঙ্গা জায়িফল
  16. ১\২চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
  17. ১\২চা চামচ হলুদ গুঁড়ো
  18. ২চা চামচ ছাতু
  19. ১চা চামচ গোলাপ জল
  20. ১চা চামচ কেওরার জল
  21. কয়েক ফোটা মিঠা আতর
  22. ১চা চামচ শা জিরা
  23. আন্দাজ মতোন নুন আর চিনি
  24. ২চা চামচ সাদা তেল
  25. ২চা চামচ ঘি
  26. ২চা চামচ সাদা তেল
  27. ১\২চা চামচ ডালডা
  28. ২চা চামচ দুধ
  29. ১চিমটে জাফরন

রান্নার নির্দেশ সমূহ

৪০মিনিট
  1. 1

    প্রথমে চিকেন গুলো ভাল করে ধুয়ে নেব। তার পর চিকেনের গায়ে ছুরি দিয়ে একটু চিরে দেব।যাতে মশলাটা ভাল করে ঢোকে।

  2. 2

    এবার চাপের মশলা করে নেব ।তার জন্য গ্যাস জেলে একটা ফ্রাই প্যান বসাব। গরম হলে ছোট এলাচ, দারচিনি, মরিচ, লবঙ্গ, শা জিরে, শা মরিচ, জায়িফল,জয়ত্রী সব এক সাথে ভাল গরম করে নেব । তার পর ঠান্ডা করে মিক্সিতে গুড়িয়ে নেব।

  3. 3

    তার পর ওই মিক্সিতেই পিঁয়াজ, রসুন, আদা, কাচা লঙ্কা, গোটা পোস্ত, গোটা ভেজানো কাজু, গোটা ভেজানো চালমগজ, টক দই দিয়ে সব এক সাথে বেটে নেব ।

  4. 4

    এবার একটা পাত্র নেব।তাতে দই কাজু বাটার সব পেস্টটা ঢেলে দেব।তাতে ২চা চামচ চাপের মশলা, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ছাতু, পোলাপ জল, কেওরার জল, কয়েক ফোটা মোগলাই মিঠা আতর, আন্দাজ মতোন নুন আর চিনির আর ২চা চামচ সাদা তেল দেব।

  5. 5

    এবার সব মশলা ভাল করে মিশিয়ে চিকেনের পিস গুলো দেব ।আবার ভাল করে মাখিয়ে ৪ঘন্টা ম্যারিনেট করব।

  6. 6

    ৪ ঘন্টা পর গ্যাস জেলে নন স্টিক কড়াই বসাব ।তাতে ঘি, তেল,আর ডালডা দেব।গরম হলে চিকেন গুলো দেব।আর এ পিঠ ও পিঠ করে ভেজে নেব ।

  7. 7

    এর পর ম্যারিনেটের মশলা টা ওতে দিয়ে দেব।কম আঁচে রান্নাটা হবে।তার পর ভাল করে নারে চেরে ঢাকা দেব ।এতে আর জল দেব না।৩৫মিনিট জন্য ঢাকা দিয়ে রান্না করব।তবে মাঝে মাঝে ঢাকা খুলে একটু করে নেড়ে নেব।

  8. 8

    তবে প্রয়োজন হলে জল দিতে পারব। ৩৫মিনিট পর ঢাকা খুলে দেখব মাংস নরম হয়ে গেছে।

  9. 9

    তার পর গরম দুধে জাফরন মিশিয়ে রেখে ছিলাম সেটা দিয়ে দেব চিকেন চাপে। এবার গ্যাস বন্ধ করব । রেডি হয়ে গেল আমাদের চিকেন চাপ।

  10. 10

    ৫মিনিট মতোন রেখে গরম গরম পরিবেশন করুন চিকেন চাপ বিরিয়ানি বা রুটির সাথে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sukanya pramanick
Sukanya pramanick @cook_15683286

মন্তব্যগুলি

Similar Recipes