মুগ ডাল দিয়ে পটলের ঘণ্ট

Tania Halder Das
Tania Halder Das @cook_17341960
Risra,hoogly

#কারি এবং গ্রেভি রেসিপি #
এটা নিরামিষ দিন এ ভাত আর রুটির সাথে খাওয়া যেতে পারে।।

মুগ ডাল দিয়ে পটলের ঘণ্ট

#কারি এবং গ্রেভি রেসিপি #
এটা নিরামিষ দিন এ ভাত আর রুটির সাথে খাওয়া যেতে পারে।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ২ টো বড় সাইজের আলু
  2. ১ টা মিডিয়াম সাইজের টমেটো
  3. ২০০ গ্রাম মুগ ডাল
  4. ১ টা তেজপাতা
  5. ১ টা এলাচ
  6. ১ টা দারুচিনি
  7. ১ টা শুকনো লঙ্কা
  8. ১ চা চামচগোটা জিরে
  9. ১ চা চামচআদা বাটা
  10. ১ টা টা জিরে বাটা (জিরে বাটা ইউজ না করতে চাইলে জিরে গুঁড়া জলে গুলে ও ব্যাবহার করা যেতে পারে)
  11. ১ চা চামচহলুদ গুঁড়া
  12. ১ চা চামচকাশ্মীরি লঙ্কার গুঁড়ো
  13. ১ চা চামচগরম মশলা গুঁড়া
  14. ২ চা চামচঘি
  15. ৫ টা পটল (অল্প খোসা ছাড়িয়ে নিতে হবে)
  16. স্বাদমতো নুন আর চিনি
  17. প্রয়োজন মতোরান্নার জন্য সরষের তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে করাতে সরষের তেল দিয়ে আলু র পটল টাকে অল্প নুন দিয়ে হলুদ ছাড়া ভাজতে হবে একটু লাল করে।খুব ভাজার দরকার নেই।

  2. 2

    তারপর কড়া থেকে আলু র পটল গুলো তুলে নিয়ে,ওই তেল এ তেই 1 টা তেজ পাতা এলাচ,দারুচিনি,শুকনো লঙ্কা,গোটা জিরে ফোড়ন দিতে হবে।

  3. 3

    তারপর টমেটো টা দিয়ে অল্প নুন দিয়ে নরম হওয়া পযন্ত ভাজতে হবে।তারপর আদা র জিরে বাটা বা জিরে গুঁড়া জল e গুলে দিলেও হবে,সেটা দিয়ে কাঁচা গন্ধ টা চলে যাওয়া পযন্ত ভাঁজতে হবে।।

  4. 4

    এবার আগে থেকে মুগ ডাল টা ভিজিয়ে জল জড়িয়ে রেখেছিলাম,সেটা এবার করাতে দিয়ে ভালো করে ভাজতে হবে।এবার হলুগুঁড়া,কাশ্মীরি লঙ্কার গুঁড়ো,স্বাদমতো নুন চিনি দিয়ে ভালো করে মিশিয়ে ডাল টা একটু লাল হওয়া পর্যন্ত ভাজতে হবে।।

  5. 5

    ডাল ভাজা হয় এ গেলে আলু গুলো দিয়ে পরিমানমত গরম জল দিয়ে গ্যাস এর আঁচ টা কম রেখে চাপা দিতে হবে 10 মিনিট। 10 মিনিট এর মধ্যে মাঝে মাঝে চেক করতে হবে যাতে ডাল টা করাতে ধরে না যায়।

  6. 6

    ডাল র আলু দুটোই সেধ্য হলে গেলে নুন চিনি ঠিক আছে কিনা সেটাও একবার দেখে নিতে হবে।এবার পটল গুলো দিয়ে দিতে হবে,দিয়ে আরো 5 মিনিট এর জন্য মেডিয়াম আঁচ এ দিয়ে গরম মসলা গুরও দিয়ে চাপা দিয়ে রাখতে হবে।।

  7. 7

    পটল গুলো সেদ্ধ হয় এ গেলে গ্যাস অফ করে, ঘি ছড়িয়ে কিছুক্ষন চাপা দিয়ে ।।তারপর পরিবেশন করতে হবে।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Tania Halder Das
Tania Halder Das @cook_17341960
Risra,hoogly
cooking is my passion.i love cooking.
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes