দম্ আলু / স্পাইসি পটাটো গ্রেভি

Raka Bhattacharjee
Raka Bhattacharjee @cook_16729342
Hyderabad

#কারি এবং গ্রেভি

দম্ আলু / স্পাইসি পটাটো গ্রেভি

#কারি এবং গ্রেভি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৪ টা গোটা আলু অর্ধেক করে কেটে ৮ টুকরো করে নেওয়া
  2. ১টা বড় টমেটো
  3. ১চা চামচ আদা বাটা
  4. ২-৩ টা কাঁচা লঙ্কা
  5. ২টা তেজপাতা
  6. ২" একটা দারুচিনি
  7. ৩-৪ টা ছোটো এলাচ্
  8. ২ টা শুকনো লঙ্কা
  9. ১/৪চা চামচ হিং
  10. ১ চা চামচ ঘি
  11. পরিমাণ অনুযায়ীসর্ষের তেল
  12. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  13. ১্চা চামচ ধনে গুঁড়ো
  14. ১/২ চা চামচ ভাজা জিরে গুঁড়ো
  15. ১চা চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো
  16. স্বাদ মতনুন - চিনি
  17. ১/২ কাপ খোসা ছাড়ানো কড়াইশুঁটি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    ৪ টা আলু কে ১/২ করে কেটে প্রেসার কুকারে
    খোসা সমেত ১ টা সিটি দিয়ে সিদ্ধ করে, ঠান্ডা করে খোসা ছাড়িয়ে ১০ মিনিটের জন্য নুন, হলুদ ও সর্ষের তেল দিয়ে মাখিয়ে ম্যারনেট করে নিলাম।

  2. 2

    এর মধ্যে টমেট আর কাঁচালঙ্কা র paste বানিয়ে নিলাম।

  3. 3

    একটা প্যান গরম করে প্রথমে সর্ষের তেল দিয়ে গরম হলে ম্যারিনেট করা আলুর piece গুলো হাল্কা লাল করে ভেজে তুলে নিলাম।

  4. 4

    আর একটু তেল add করে, তেল গরম হলে সামান্য চিনি add করলাম আর brown হওয়া পর্যন্তভাল করে নেড়ে নিলাম তেলের সাথে। এই ছোট্ট trick টা apply করলে gravy র color টা খুব ভাল আসে।
    এবার তেজপাতা আর গোটা গরম মশলা ফোরন add করলামআর মিনিট ২ নাড়াচাড়া করে মশলার গন্ধ বেরোলে টমেটো -কাঁচালঙ্কা paste টা দিয়ে দিলাম।

  5. 5

    এবার আদা বাটা add করে দিয়ে ভাল করে কষিয়ে নিলাম মশলার কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত।

  6. 6

    কাঁচা গন্ধ চলে গেলে এবার একে একে গুঁড়ো মশলা add করলাম পরিমান মতো, আর খুব ভাল করে কষিয়ে নিলাম তেল না ছেড়ে দেওয়া পর্যন্ত।

  7. 7

    অল্প গরম জল add করে সব কিছু ভাল করে মিশিয়ে ২ মিনিট মতো cook করলাম।
    স্বাদ মতো নুন-চিনি add করলাম।

  8. 8

    ভেজে রাখা আলু গুলো ও কড়াইশুঁটি দিয়ে দিলাম। ভাল করে মশলার সাথে সব কিছু মাখিয়ে ১-২ মিনিট অল্প আঁচে রান্না করে একটু গরম জল add করে ঢাকা চাপা দিয়ে ২-৩ মিনিট রান্না করতে দিলাম, যাতে ঝোল আর মশলা দুটোই আলুর ভিতরে ঢুকতে পারে।তাতে আলু গুলো juicy হবে।

  9. 9

    এই সময় অন্য oven এ একটি ছোট পাত্র গরম করে তাতে ১ চামচ ঘি দিলাম। ঘি গলে গেলে ১ pinch মতো হিং add করলাম।

  10. 10

    আর সঙ্গে সঙ্গে আলুর দমের ঝোলে সম্বরা দিয়ে ঢাকা বন্ধ করে ৫-৭ মিনিট মতো রেখে, তারপর গরম গরম ভাত / পোলাও / রুটি / লুচি / পরোটা র সাথে সার্ভ করুন।
    * সম্পুর্ণ নিরামিষ আলুর দম বলেই এখানে ঘি আর হিং এর সম্বরা দিয়েছি। এই ঘি-হিং এর মেল্বন্ধন টা একটা খুব সুন্দর ফ্লেভার জগ করবে এই আলুর দমে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Raka Bhattacharjee
Raka Bhattacharjee @cook_16729342
Hyderabad
My Facebook Page Link below👇https://www.facebook.com/RakaBhattacharji/
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes