# 10 মিনিটের চিঁড়ের পোলাও

 BONNY SARKAR
BONNY SARKAR @cook_17444664
KOLKATA

#ঐতিহ্যগত বাঙালি রান্না

   # 10 মিনিটের চিঁড়ের পোলাও

#ঐতিহ্যগত বাঙালি রান্না

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

একজনের রান্না
  1. 1 কাপ(ছোট) চিঁড়ে
  2. 1টা ছোটআলু এক
  3. 1টাডিম
  4. 1 চা চামচআদা রসুন বাটা
  5. 1টাপেঁয়াজ
  6. 1/2 চা চামচ ঘি
  7. সামান্য স্বাদমতো চিনি
  8. 1চিমটে গরম মসলা
  9. 1চিমটে ফুড কালার

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    এখানে চিঁড়ের পোলাও বানানোর জন্য খুব পাতলা চিড়ে নিতে হবে।বাটিতে জল নিতে হবে আর তার মধ্যে খুব সামান্য ফুড কালার মিশিয়ে চিঁড়ে দিয়েই তুলে নিতে হবে আর একটা বড় থালায় ছড়িয়ে দিতে হবে।আলু ও ফুলকপি সামান্য নুন দিয়ে ভাপিয়ে নিতে হবে।

  2. 2

    কড়াইতে এবার তেল দিয়ে গরম করে তাতে একটা শুকনো লঙ্কা ও সামান্য সরষে ফোড়ন দিতে হবে।এবারে ভাপানোর ফুলকপি ও আলু দিয়ে নাড়তে হবে।

  3. 3

    আদা পেঁয়াজ রসুন কুচি দিয়ে ভালোভাবে নেড়ে ভাজা ভাজা করতে হবে।

  4. 4

    সমস্ত উপকরণ গুলো একটা বাটিতে নামিয়ে রাখতে হবে।এবার আবার কড়াইতে তেল দিয়ে ডিমটা ফাটিয়ে নিয়ে ঝুরো করে নিতে হবে।এবারে ভাজা ফুলকপি আলু যেটা আগে করে রাখা ছিল সেটা ওর মধ্যে দিয়ে দিতে হবে।

  5. 5

    সমস্ত উপকরণ একটু নেড়েচেড়ে তার মধ্যে চিঁড়ে দিতে হবে।এর মধ্যে সামান্য গরম মসলা, ঘি ও আন্দাজমতো নুন দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে l

  6. 6

    তৈরি হয়ে গেল চিঁড়ের পোলাও এর রেসিপি টা খুবই সোজা আপনারা বাড়িতে খুব তাড়াতাড়ি 10 মিনিটের মধ্যে তৈরি করতে পারবেন

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
 BONNY SARKAR
BONNY SARKAR @cook_17444664
KOLKATA
Youtube linkhttps://www.youtube.com/channel/UCuHQu0SlnoQKmr0JEH5e-ag
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes