ধোঁকার ডালনা

Tulika Banerjee
Tulika Banerjee @cook_17845865

ধোঁকার ডালনা

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ২০০ গ্রাম ছোলার ডাল
  2. ১/২ চা চামচ হিং
  3. ১ টা তেজ পাতা
  4. ৪-৫টি গোটা গরম মসলা
  5. ২টো শুকনো লঙ্কা
  6. ২ টো কাঁচা লঙ্কা
  7. ১/২চা চামচ গোটা জিরে
  8. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  9. ১/২চা চামচ জিরে গুঁড়ো
  10. ১/২ চা চামচ ধনে গুঁড়ো
  11. ১চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  12. ১ টেবিল চামচ নারকেল কোরা
  13. ১/২ চা চামচ আদা বাটা
  14. ১ টা টমেটো
  15. স্বাদ মতো নুন ও চিনি
  16. ১/২চা চামচ গরম মসলা গুঁড়ো
  17. ১/২চা চামচ ঘি
  18. ১/২চা চামচ কসুরী মেথি রোস্ট করা
  19. ১টেবিল চামচ টক দই
  20. পরিমান মতোরান্না করার জন্য তেল
  21. ১/২ টেবিল চামচ ময়দা

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    ছোলার ডাল ৬/৭ ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হবে।।এর পর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে।

  2. 2

    একটা কড়াই তে একটু তেল দিয়ে ১/২ চামচ হিঙ দিয়ে পেস্ট করা ছোলার ডাল দিয়ে একটু ভাজা ভাজা করে নামিয়ে নিতে হবে তেল মাখিয়ে রাখা প্লেটে।।এরপর প্লেটে ছড়িয়ে নিয়ে ঠান্ডা করে বরফির আকারে গড়ে নিতে হবে।

  3. 3

    একপর ময়দা জলে গুলে ওই ছোট ছোট কাটা ধোকা গুলোর চারপাশে আঙ্গুলে দিয়ে লাগিয়ে নিয়ে গরম তেলে ভেজে নিতে হবে।

  4. 4

    ধোঁকার গ্রেভি বানানোর জন্য কড়াই তে তেল দিয়ে গোটা গরম মসলা তেজ পাতা গোটা জিরে শুকনো লঙ্কা ৩০ সেকেন্ড ভেজে নিয়ে আদা বাটা টমেটো পেস্ট হলুদ জিরে ধনে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা নারকেল কোরা দিয়ে কষাতে হবে যতক্ষন না অবধি তেল ওপরে উঠে আসে।

  5. 5

    এরপর টক দই দিয়ে আরও একটু কষিয়ে নিয়ে জল ঢেলে ওর মধ্যে নুন ও চিনি দিয়ে ফোটাতে হবে।।তারপর ধোঁকার বড়া গুলো দিয়ে আরো একটু ফুটিয়ে ঘি গরম মসলা গুঁড়ো কসুরী মেথি দিয়ে নামিয়ে নিলেই তৈরি ধোঁকার ডালনা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Tulika Banerjee
Tulika Banerjee @cook_17845865

মন্তব্যগুলি

Similar Recipes