ছানার বড়ার তরকারি

Ankita
Ankita @cook_17758719

#কারি
এটি একটি সুস্বাদু কারি রেসিপি।

ছানার বড়ার তরকারি

#কারি
এটি একটি সুস্বাদু কারি রেসিপি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
2 জনের
  1. 300 গ্রামছানা
  2. 2 চামচময়দা
  3. 1/2চা চামচ হলুদ
  4. 1 চা চামচ লঙ্কা গুঁড়ো
  5. 1 চা চামচ আদা বাটা
  6. 1 চা চামচ জিরে গুঁড়ো
  7. 1 চা চামচ চিনি
  8. 2-3 টে কাঁচা লঙ্কা
  9. 1 চা চামচ ঘি
  10. 1/2 চা চামচ গরম মশলা
  11. স্বাদমতোনুন
  12. 1/2 চা চামচ গোটা জিরে
  13. 1-2টা তেজপাতা
  14. প্রয়োজন মতোজল
  15. 2 চা চামচ টমেটো পিউরি
  16. 2 টো সেদ্ধ আলু কিউব করে কাটা

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    ছানা ময়দা, চিনি ও নুন দিয়ে মেখে পছন্দ মতো আকারে গড়ে গরম তেলে সোনালী করে ভেজে নিলাম।

  2. 2

    কড়াইতে তেল গরম করে তেজপাতা ও গোটা জিরে ফোড়ন দিলাম।

  3. 3

    এবারে ঘি ও গরম মশলা বাদে বাকি সব মশলা দিয়ে কষে নিতে হবে।

  4. 4

    সেদ্ধ আলুর টুকরো ও নুন যাগ করে নেড়েচড়ে নিলাম।

  5. 5

    এবার ছানার বড়া গুলো যোগ করে 2 মিনিট রান্না করব।

  6. 6

    জল যোগ করে মিশিয়ে নিন ও ফুটতে দিন।

  7. 7

    ঝোল ফুটে ঘন হয়ে এলে ঘি ও গরম মশলা ছড়িয়ে নেড়ে নামিয়ে নিন।

  8. 8

    ছানার বড়ার তরকারি পরিবেশনের জন্য প্রস্তুত।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ankita
Ankita @cook_17758719

মন্তব্যগুলি

Similar Recipes