দশেরি আমের পেস্তা কালাকাঁদ (Aamer pista kalakand recipe in Bengali)

Dustu Biswas
Dustu Biswas @cook_17647620

#মিষ্টি

কালাকাঁদ মিষ্টি প্রায় সকলেরই পছন্দের কিন্তু যদি তা আমের স্বাদে হয়, আমার মনে হয় তা অতিপ্রিয় হবে। দশেরি আম উত্তরপ্রদেশের মালিহাবাদ এলাকায় প্রচুর পরিমাণে হয়। হিমসাগর, ল্যাংড়া, চৌষা প্রায় সব আমের বিদায় কালে দশেরি র আগমন হয়। আজ সেই দশেরি আমের কালাকাঁদ তৈরি করেছি এবং তা একদম চিনি ছাড়াই যা ডায়বেটিক পেসেন্ট অনায়াসেই খেতে পারবেন।

দশেরি আমের পেস্তা কালাকাঁদ (Aamer pista kalakand recipe in Bengali)

#মিষ্টি

কালাকাঁদ মিষ্টি প্রায় সকলেরই পছন্দের কিন্তু যদি তা আমের স্বাদে হয়, আমার মনে হয় তা অতিপ্রিয় হবে। দশেরি আম উত্তরপ্রদেশের মালিহাবাদ এলাকায় প্রচুর পরিমাণে হয়। হিমসাগর, ল্যাংড়া, চৌষা প্রায় সব আমের বিদায় কালে দশেরি র আগমন হয়। আজ সেই দশেরি আমের কালাকাঁদ তৈরি করেছি এবং তা একদম চিনি ছাড়াই যা ডায়বেটিক পেসেন্ট অনায়াসেই খেতে পারবেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫মিনিট
১০জন
  1. ২টো দশেরি আমের পাল্প বের করা
  2. ১০০গ্রামকনডেন্সড মিল্ক
  3. ১লিটারছানা দুধের
  4. ১/২চা চামচএলাচ গুঁড়ো হাফ
  5. ২টেবিলচামচপেস্তা কুচি
  6. ২টেবিলচামচকাজু কুচি
  7. ১চা চামচঘি

রান্নার নির্দেশ সমূহ

২৫মিনিট
  1. 1

    প্রথমে সব উপকরণ হাতে কাছে নিয়ে নিতে হবে।

  2. 2

    এবার প্যান গরম বসিয়ে প্রথমে আমের পাল্প দিতে হবে।

  3. 3

    যখন ফুটতে শুরু করবে তখন কনডেন্সড মিল্ক দিতে হবে।

  4. 4

    আমের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ছানা দিতে হবে।

  5. 5

    ছানা পুরোপুরি ভালো করে মিশিয়ে নিয়ে আঠালো হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। কাজু আর পেস্তা কুচি এই সময়ে ছড়িয়ে দিতে হবে।

  6. 6

    সম্পূর্ণ শুকনো করা যাবে না কারণ ঠান্ডা হলে কালাকাঁদ আরো ড্রাই হয়ে যাবে, তাই একটু ভেজা ভেজা থাকতে নামিয়ে নিয়ে একটা চৌকো পাত্রে ঘি মাখিয়ে ঢেলে দিতে হবে।

  7. 7

    এইভাবে ১ঘন্টা সেট হতে দিয়ে ঠান্ডা করে পাত্র টা উল্টে একটা প্লেটে ঢেলে নিতে হবে। আরো কিছুটা পেস্তা ওপর থেকে ছড়িয়ে দিতে হবে।

  8. 8

    এবারে লম্বা আর আড়াআড়ি চৌকো করে কেটে পরিবেশন করতে হবে।

  9. 9

    এয়ার টাইট কন্টেনারে রেখে ফ্রিজে স্টোর করা যাবে অন্ততপক্ষে ১৫ দিন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Dustu Biswas
Dustu Biswas @cook_17647620

Similar Recipes