লহসুনি মুরগ (Lahsuni murg recipe in Bengali)

OINDRILA BHATTACHARYYA
OINDRILA BHATTACHARYYA @cook_24450101
Kolkata


#খুশিরঈদ
ঈদ উপলক্ষে আজকে নিয়ে এলাম লহসুনি মুরগ এর রেসিপি।

লহসুনি মুরগ (Lahsuni murg recipe in Bengali)


#খুশিরঈদ
ঈদ উপলক্ষে আজকে নিয়ে এলাম লহসুনি মুরগ এর রেসিপি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট
৩ জন
  1. মারিনেশন এর উপকরণ
  2. ১ কেজি চিকেন
  3. ৪টেবিল চামচ রসুন বাটা
  4. ২ টেবিল চামচ আদা বাটা
  5. ২ টেবিল চামচ কাশ্মীরী লঙ্কার গুঁড়ো
  6. ১ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো
  7. ৩ টেবিল চামচসর্ষের তেল
  8. ১ টেবিল চামচ ধনে গুঁড়ো
  9. ১ টেবিল চামচ জিরা গুঁড়ো
  10. ১/২ টেবিল চামচ হলুদ গুঁড়ো
  11. স্বাদ মতনুন
  12. ১/২ টেবিল চামচ গরম মশলা গুঁড়ো
  13. অন্যান্য উপকরণ
  14. ৩ টি মাঝারি টমেটো পেস্ট
  15. ১টেবিল চামচ কাশ্মীরী লঙ্কার গুঁড়ো
  16. ৩ টেবিল চামচ সরষের তেল
  17. ১ টেবিল চামচ কসুরি মেথি
  18. ৬-৭ কোয়া রসুন কুচি
  19. ২টেবিল চামচ ধনেপাতা কুচি
  20. প্রয়োজন মততেল

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট
  1. 1

    লহসুনি মুরগ বানানোর জন্য ১ কেজি চিকেন(ড্রামস্টিকস/যেকোনো পিস)৪ টেবিল চামচ রসুন বাটা,২ টেবিল চামচ আদা বাটা,২ টেবিল চামচ কাশ্মিরী লঙ্কা গুঁড়ো,২ টেবিল চামচ লেবুর রস,১টেবিল চামচ লঙ্কা গুঁড়ো,৩ টেবিল চামচ সরিষার তেল,১ টেবিল চামচ ধনে গুঁড়া,১ টেবিল চামচ জিরা গুঁড়া,,১/২ টেবিল চামচ হলুদ গুঁড়া,স্বাদমত নুন,১/২ টেবিল চামচ গরম মসলা গুঁড়া দিয়ে ভালো করে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিতে হবে ১-২ ঘন্টার জন্য।

  2. 2

    এরপর কড়াইতে ৩ টেবিল চামচ সরিষার তেল দিয়ে তাতে ৩ টি মাঝারী সাইজের টমেটো পেস্ট দিয়ে দিতে হবে।

  3. 3

    এরপর কালারের জন্য আবার ১টেবিল চামচ কাশ্মিরী লঙ্কার গুঁড়া টমেটো পেস্ট এ দিয়ে টমেটো র কাঁচাভাব কেটে যাওয়া অবধি কষিয়ে নিতে হবে।

  4. 4

    টমেটো কষানো হয়ে গেলে ম্যারিনেটেড চিকেন এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে অল্প আঁচে মিনিট ৩০ এর জন্য কষিয়ে নিতে হবে।

  5. 5

    মিনিট ৩০ পর ঢাকনা খুলে মাঝারী আঁচে মিনিট ১৫ এর জন্য কষিয়ে উপরে কসুরি মেথি ছড়িয়ে মিশিয়ে নিতে হবে।

  6. 6

    এরপর অন্য একটি ফ্রাইং প্যানে ১ টেবিল চামচ তেল দিয়ে তাতে ৬-৭ টি রসুন কোয়া কুচি করে তাতে দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে ২ টেবিল চামচ ধনেপাতা কুচি দিয়ে তৈরি করে রাখা চিকেন এর উপর উপরে ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে লহসুনি মুরগ😋😋😋

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
OINDRILA BHATTACHARYYA
OINDRILA BHATTACHARYYA @cook_24450101
Kolkata
Ranna Korte khub I valobasi..
আরও পড়ুন

Similar Recipes