পিৎজা পরাঠা

Shilpi Mitra
Shilpi Mitra @shilpilicious
Kolkata

#স্মার্ট কুক
বাচ্ছারা সব সময় জাঙ্ক ফুড খাওয়ার জন্য বায়না করে , যেটা অস্বাস্থকর । তাই ওদের খুশি করার জন্য আমার একটা প্রচেস্টা ।

পিৎজা পরাঠা

#স্মার্ট কুক
বাচ্ছারা সব সময় জাঙ্ক ফুড খাওয়ার জন্য বায়না করে , যেটা অস্বাস্থকর । তাই ওদের খুশি করার জন্য আমার একটা প্রচেস্টা ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20 মিনিট
1 জনের
  1. 2 টেবিল চামচ ময়দা
  2. 1 টেবিল চামচ আটা
  3. 1 চামচময়ানের জন্য সাদা তেল
  4. 3 চামচমাখন
  5. 1/4 চামচনুন ডিমের ব্যাটারের জন্য
  6. সামান্য নুন ময়দাতে মাখার জন্য
  7. 2টো ডিম
  8. 1টা ছোট পেঁয়াজ কুচি
  9. 1 চামচটমেটো কুচি
  10. 1মুঠো ধনেপাতা কুচি
  11. 1/4 চামচঅরিগ্যানো
  12. 1/4 চামচগোলমরিচ গুঁড়ো
  13. 1টা চীজ স্লাইস
  14. 1টেবিলচামচ গ্রেট করা (কুড়ানো ) মোজারেলা চীজ
  15. 1 চিমটি বেকিং পাউডার
  16. টমেটোর টুকরো সাজাবার জন্য

রান্নার নির্দেশ সমূহ

20 মিনিট
  1. 1

    প্রথমে আটা, ময়দা ও বেকিং পাউডার মিশিয়ে নিয়ে নুন ও তেল দিয়ে মেখে 10 মিনিট ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে ।

  2. 2

    এবার ডিমের সাথে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি আর নুন গুলে নিতে হবে ।

  3. 3

    এবার মাখা ময়দা থেকে পিৎজা বেসের মত করে একটি মোটা গোল পরোটা বেলে নিতে হবে ।

  4. 4

    এবার পাত্র গরম করে মাখন থেকে 2 চামচ নিয়ে পরোটাটা ভেজে তুলে নিতে হবে ।

  5. 5

    এবার ঐ ফ্রাই প্যানে বাকী বাটার দিয়ে গুলে রাখা ডিম টা ঢেলে তার উপর পরোটা টা চেপে দিতে হবে ।

  6. 6

    ভালো করে ভেজে নামিয়ে নিয়ে উপর থেকে অরিগ্যানো আর গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিয়ে একটি স্লাইস চিজ টুকরো করে দিয়ে তার উপর গ্রেট করা মোজারেলা চিজ ছড়িয়ে দিতে হবে ।

  7. 7

    এবার সার্ভিং (পরিবেশনের) প্লেটে নিয়ে উপর থেকে টমেটো কুচি দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন হবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Shilpi Mitra
Shilpi Mitra @shilpilicious
Kolkata

Similar Recipes