কুকারে চিকেন-বিরিয়ানী(cooker e chicken-biriyani recipe in Bengali)

Sutapa Chakraborty
Sutapa Chakraborty @cook_19287221

#goldenapron3
আমার পরিবারের সকলের খুব প্রিয় এই বিরিয়ানি চটজলদি বানানো যায় যদি একবার বিরিয়ানি মশলা করা হয়ে থাকে আগে থেকেই।ভীষণই ভালো খেতে....😋❤️অবশ্যই বানিয়ে দেখো

কুকারে চিকেন-বিরিয়ানী(cooker e chicken-biriyani recipe in Bengali)

#goldenapron3
আমার পরিবারের সকলের খুব প্রিয় এই বিরিয়ানি চটজলদি বানানো যায় যদি একবার বিরিয়ানি মশলা করা হয়ে থাকে আগে থেকেই।ভীষণই ভালো খেতে....😋❤️অবশ্যই বানিয়ে দেখো

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১.৩০ঘন্টা
৪জন
  1. বিরিয়ানি-মশলা:-
  2. ২টি তেজপাতা
  3. ১.৫টেবিলচামচ শাহী-জিরে
  4. ১/৪ভাগ জায়ফল
  5. ১চা চামচলবঙ্গ
  6. ৩টে বড় এলাচ
  7. ১০-১২টা ছোট এলাচ
  8. ১টেবিলচামচ সা-মরিচ
  9. ৫গ্রাম দারচিনি
  10. ১টেবিলচামচ জয়িত্রী
  11. ২টি স্টার এনিস
  12. ভাত:-
  13. ৪০০গ্রাম ফাইন বাসমতি চাল(কোহিনুর)
  14. ১টি বড় এলাচ
  15. ৪টি ছোট এলাচ
  16. ৮টি লবঙ্গ
  17. ৩টিদালচিনি
  18. ১টি স্টার এনিসের ছোট টুকরো
  19. ১টুকরো জয়িত্রী(ছোট করে ভেঙে)
  20. ৫টি কাবাবচিনি
  21. স্বাদ অনুযায়ীপর্যাপ্ত পরিমাণে নুন
  22. ১/২পাতিলেবুর রস
  23. ভাত ও মাংস রান্নার জন্য পরিমান মতো জল
  24. ৭.২৫গ্রাম চিকেনের মাঝারি মাপের টুকরো
  25. ৪টি ডিম সেদ্ধ
  26. ৭টি টুকরো হাফ করে কেটে নেওয়া আলু
  27. ২টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি
  28. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  29. স্বাদ অনুযায়ী লাল লঙ্কার গুঁড়ো
  30. ২টেবিলচামচ আদা-রসুন বাটা
  31. ৩টেবিলচামচ ফেটিয়ে নেওয়া টকদই
  32. ১/২কাপ গরমজল
  33. ১/২গ্লাস গরম দুধ
  34. ১/২চা চামচ কেশর
  35. ৩-৪ফোঁটা মিঠা আতর
  36. ১ চা চামচ ভিনিগার
  37. ১টেবিলচামচ কেওড়া জল
  38. ১চা চামচ গোলাপ জল
  39. ৩টেবিলচামচ ঘি
  40. ৩টেবিলচামচ সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

১.৩০ঘন্টা
  1. 1

    বিরিয়ানির ভাত তৈরি করে নেব প্রথমে।চাল অনুযায়ী পর্যাপ্ত পরিমাণে জল ও সমস্ত রকম মশলা যেমন-বড় ও ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, স্টার এনিস, জয়িত্রী, কাবাবচিনি(উপরে উল্লেখিত পরিমান মতো)ও অনেকটা নুন দিয়ে জল গরম হতে দেব।জল ফুটলে দেব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে জলে ভিজিয়ে রাখা চাল।১৫মিনিট ভিজিয়ে রাখলেই হবে।তারপর জল ঝরিয়ে নিয়ে সেই চাল দিলেই ভালো।ভাত ৭৫%সেদ্ধ হবে, তার বেশি নয় একদমই।ভাত হওয়ার মাঝপথেই দিতে হবে এক টেবিলচামচ লেবুর রস।একটা ঝাঁঝরি তে ঢেলে ফ্যান ঝরিয়ে একেবারে ঝরঝরে করে নিতে হবে এই ভাত।

  2. 2

    বিরিয়ানির মশলা:-লোহার চাটু গ্যাসে বসিয়ে হালকা করে গরম করে নিতে হবে প্রথমে।তারপর উপরে উল্লেখিত পরিমান অনুযায়ী সমস্ত রকমের মশলাগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করেই গ্যাস বন্ধ করে দিতে হবে।মিক্সির বাটিতে ঘুরিয়ে একে এক মসৃন বিরিয়ানির মশলা বানিয়ে নিতে হবে।

  3. 3

    ১/২গ্লাস গরম দুধের মধ্যে কেশর দিয়ে ভিজিয়ে রাখতে হবে আগেই।লেয়ার তৈরি করার সময় এর মধ্যে মিঠা আতর মিশিয়ে সেটাই ব্যবহৃত হবে ভাতে।চারটে ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখতে হবে।

  4. 4

    কড়াই এ সাদা তেল দিয়ে পেয়াঁজকুচি গুলো ভেজে নিতে হবে লাল করে।এটাই বেরেস্তা।

  5. 5

    তারপর ঐ তেলেই পেঁয়াজ ভেজে তুলে নেওয়ার পর হলুদ-লঙ্কা গুঁড়ো মাখানো আলু গুলোও ভেজে নিতে হবে হালকা লাল করে।বাকি তেলে চিকেনের টুকরোগুলো ভেজে নিতে হবে ভালো করে।কোনোরকম মশলা দিয়ে মাখানো হয় নি এই চিকেন।

  6. 6

    চিকেন ভাজা হয়ে গেলে আদা-রসুন বাটা, লাল লঙ্কার গুঁড়ো, নুন,এক চামচ বিরিয়ানি মশলা, ফেটানো টকদই দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে এই মাংস।ভাজা আলুগুলোও দিয়ে দিতে হবে।গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে সেদ্ধ না হওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে।৫-৬মিনিট মতো লাগবে সময়।খুব বেশি সেদ্ধ হবে না এটা, তাহলে কুকারে ভেঙে যাবে।নামানোর আগে ১/২কাপ গরমজল দিয়ে নাড়িয়ে নিয়ে ফুটে উঠলেই গ্যাস বন্ধ করে দিতে হবে।

  7. 7

    বিরিয়ানির স্তর তৈরি করবো এবারে আমরা।কুকারের মধ্যে একদম তলায় দেব এই কষিয়ে নেওয়া চিকেন।উপর দিয়ে ১/২চামচ বিরিয়ানি মশলা ছড়িয়ে ৩-৪চামচ জাফরান গোলা দুধ, একটু বেরেস্তা দিয়ে অর্ধেক ভাত দিয়ে দেব।স্প্যাচুলা দিয়ে বিছিয়ে দেব একটু কুকারের মধ্যেই এই ভাত।এরপর দেব আবার একটু বেরেস্তা,১/২চামচ বিরিয়ানি মশলা, এক ছিপি ভিনিগার,৩-৪চামচ দুধ।আবারও একইভাবে দ্বিতীয় লেয়ার তৈরি করবো.....

  8. 8

    সব শেষে দেব অবশিষ্ট বেরেস্তা ও দুধের পুরোটা, কেওড়া জল,গোলাপ জল,ঘি।আর ডিমগুলো একটু চেপে ভাতের মধ্যে ঢুকিয়ে দেব উপর থেকে।

  9. 9

    ঢাকনা দিয়ে আটকে মাঝারি আঁচে একটা সিটি মেরে নিয়েই ভেতরের গ্যাস বার করে দিতে হবে সঙ্গে সঙ্গে।

  10. 10

    তারপর ঢাকনা খুলে রেখে দিতে হবে পাঁচ মিনিট।এরপর খুব সাবধানে হাতায় তুলে পরিবেশন প্লেটে সার্ভ করতে হবে স্যালাড বা রায়তা সহযোগে এই সুস্বাদু চিকেন-বিরিয়ানি।

  11. 11

    একেবারে ঝরঝরে এই বিরিয়ানি স্বাদে-গন্ধে অতুলনীয়❤️বাঙালির বিরিয়ানি তে একটা আলু ও একটা ডিম কিন্তু মাস্ট👍

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sutapa Chakraborty
Sutapa Chakraborty @cook_19287221

মন্তব্যগুলি (14)

Similar Recipes