পাম্পকিন বল পিজ্জা (pumpkin ball pizza recipe in Bengali)

Payel Chongdar
Payel Chongdar @cook_24858428

#রোজকারসব্জী
#কুমড়ো
#week3
এই সপ্তাহে কুমড়ো দিয়ে একটা নতুন রেসিপি বানিয়েছি এই রেসিপি টা আমার ভাবনায় বানিয়েছি বিশেষ করে বাচ্চাদের জন্যই এই ভাবনা বাচ্চারা কুমড়ো খেতে চায়না কিন্তু বাচ্চারা পিজ্জা খেতে ভালো
বাসে তাই এই ভাবনা

পাম্পকিন বল পিজ্জা (pumpkin ball pizza recipe in Bengali)

#রোজকারসব্জী
#কুমড়ো
#week3
এই সপ্তাহে কুমড়ো দিয়ে একটা নতুন রেসিপি বানিয়েছি এই রেসিপি টা আমার ভাবনায় বানিয়েছি বিশেষ করে বাচ্চাদের জন্যই এই ভাবনা বাচ্চারা কুমড়ো খেতে চায়না কিন্তু বাচ্চারা পিজ্জা খেতে ভালো
বাসে তাই এই ভাবনা

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০-৪০মিনিট
৩জন
  1. পিজ্জা ডো বানাতে
  2. ১কাপ ময়দা
  3. ২টেবিল চামচ সাদা তেল
  4. ১/২চা চামচ বেকিং পাউডার
  5. ১/৪চা চামচ বেকিং সোডা
  6. ১/২কাপ টক দই
  7. স্বাদ মতনুন, চিনি
  8. পাম্পকিন বল বানাতে লাগবে
  9. ৭টেবিল চামচ কুমড়ো পেষ্ট (সেদ্ধ করা)
  10. ২টেবিল চামচ চিকেন পেষ্ট
  11. ১টি ছোটো পেঁয়াজ কুচি
  12. ১ চা চামচরসুন বাটা
  13. প্রয়োজন অনুযায়ী সাদা তেল(ভাজার জন্য)
  14. স্বাদ মতনুন
  15. ১চা চামচ ম্যাগি মশলা
  16. ১ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  17. ১চা চামচ সাদা তেল
  18. ১চা চামচ কর্ণফ্লাওয়ার
  19. পিজ্জার উপরে দেওয়ার জন্য
  20. পরিমাণ মত পিজ্জা সস্
  21. পরিমাণ মত চীজ গ্রেট করা
  22. ৬-৮ টা সরু সরু করে কাটা টমেটো টুকরো
  23. ৫-৬ টা সরু সরু করে কাটা ক্যাপ্সিকাম টুকরো
  24. ৪-৫টা সরু সরু করে কাটা পেঁয়াজ টুকরো
  25. ১/২ চা চামচঅরিগ্যানো
  26. ১/২ চা চামচ চিলি ফ্লেক্স
  27. ১/২ চা চামচসাদা তিল ও কালো জিরে

রান্নার নির্দেশ সমূহ

৩০-৪০মিনিট
  1. 1

    প্রথমে একটি পাত্রে ময়দা দিয়ে তার মধ্যে সব উপকরণ দিয়ে টক দই দিয়ে মেখে নিয়ে ২০-২৫মিনিট রেস্টে রেখে দিতে হবে(ডো এর উপর সাদা তেল লাগিয়ে দিতে হবে আর ডো টা নরম করে মাখতে হবে)

  2. 2

    এরপর পাম্পকিন বল বানাতে করাইতে ১চা চামচ সাদা তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে নিয়ে রসুন বাটা দিয়ে আবার একটু ভেজে নিয়ে কুমড়ো পেষ্ট(সেদ্ধ করা) আর চিকেন পেষ্ট টা দিয়ে ভালো করে নারতে হবে স্বাদ মত নুন দিয়ে আবার ভালো করে নারতে হবে যতক্ষণ না চিকেনের জল শুকিয়ে আসে।

  3. 3

    শুকনো শুকনো হয়ে এলে ম্যাগি মশলা, গোলমরিচ গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়ে নামিয়ে একটু ঠাণ্ডা করে নিতে হবে

  4. 4

    একটু ঠাণ্ডা হয়ে এলে কর্ণফ্লাওয়ার মিশিয়ে নিয়ে ছোটো ছোটো বল বানিয়ে নিতে হবে এরপর করাইতে সাদা তেল গরম করে বল গুলো লো টু মিডিয়াম হিটে সোনালী করে ভেজে নিতে হবে

  5. 5

    এরপর পিজ্জা ডো টা মোটা করে বেলে নিয়ে মাঝখানে একটা বাটি বসিয়ে ছুড়ি দিয়ে চারিদিকটা কেটে নিতে হবে এরপর কাটা অংশ গুলো তে সামান্য পিজ্জা সস্, সামান্য চিজ দিয়ে পাম্পকিন বল গুলো দিয়ে ফুলের মত করে মুরে দিতে হবে এরপর মাঝখানে ফাঁকা জায়গায় পিজ্জা সস্, দিয়ে পাম্পকিন বল বসিয়ে বলের চারদিকে কেটে রাখা সব্জি গুলো দিয়ে তার উপরে চিজ্ দিয়ে ওরিগানো ও চিলি ফ্লেক্স ছড়িয়ে দিতে হবে ফুল করে মোরা গুলো উপরে সামান্য সস্ লাগিয়ে সামান্য তিল,কলো জিরে ছড়িয়ে দিতে হবে

  6. 6

    এরপর করাইতে একটা স্ট্যান বসিয়ে চাপা দিয়ে হাই হিটে ৫মিনিট গরম করতে হবে একটি পাত্রে সাদা তেল লাগিয়ে পিজ্জা টা খুব সাবধানে পাএে তুলে নিতে হবে এরপর পাএটা করাইতে বসিয়ে ১৫-২০মিনিট ব্রেক করে নিতে হবে

  7. 7

    তারপর ২০মিনিট পর হয়েগেলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন পাম্পকিন বল পিজ্জা

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Payel Chongdar
Payel Chongdar @cook_24858428

Similar Recipes