চিকেন পকোড়া(Chicken pakoda recipe in Bengali)

Sunny Chakrabarty
Sunny Chakrabarty @cook_22015428

চিকেন পকোড়া(Chicken pakoda recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 500 গ্রামচিকেন(বোনলেস)
  2. 1টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো
  3. 1 চা চামচ‌কাশ্মীরী‌ লঙ্কার গুঁড়ো
  4. 1 চা চামচনুন
  5. 1 চা চামচ‌আদা বাটা
  6. 1 চা চামচরসুন বাটা
  7. 1 চা চামচকাঁচা লঙ্কা বাটা
  8. 1/2পাতিলেবুর রস
  9. 2 টো মাঝারি পেঁয়াজ কুচি করে কাটা
  10. 1 চা চামচকাঁচা লঙ্কা কুচি
  11. 1 চা চামচধনে গুঁড়ো
  12. 1 চা চামচজিরা গুঁড়ো
  13. 1 চা চামচচাট মশলা
  14. 1টেবিল চামচ ধনেপাতা কুচি
  15. 1টেবিল চামচ পুদিনা পাতা কুচি
  16. 3টেবিল চামচ অ্যারারুট
  17. 3টেবিল চামচ চালের গুঁড়ো
  18. স্বাদ অনুযায়ীনুন
  19. পরিমাণ মত রিফাইন্ড তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    চিকেনের ছোট ছোট করে কাটা বোনলেস‌ পিসগুলোকেনুন, কাশ্মীরি লঙ্কারগুড়া, গোলমরিচের গুঁড়া,আদাবাটা,রসুনবাটা, লেবুর রস দিয়ে মেখে রাখতে হবে অন্তত 1/2ঘন্টা।

  2. 2

    আর একটা‌ জায়গায় পেঁয়াজ কুচি করে কেটে এ্যরারুট,চালের গুঁড়া, কাঁচা লঙ্কাকুচি, ধনেপাতা কুচি, পুদিনাপাতা কুচি,চাটমশলা,ধনেরগুড়া, জিরার গুঁড়া পরিমাণমতো নুন ও একটু জল দিয়ে ভালো করে মেখে ব্যটার মতো তৈরী করতে হবে।

  3. 3

    ম্যরিনেট করা চিকেনের পিসগুলো ব্যটারের মধ্যে মিশিয়ে একটা‌ ডিম দিয়ে ‌ভালোভাবে মেখে আরো 10মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে ইচ্ছে না করলে ডিম বাদ দেওয়া যেতে পারে।

  4. 4

    এবার একটা পাত্রে বেশ ভালো পরিমান তেল গরম করে আঁচ টা কমিয়েআম‌চিকেনের পিসগুলো ছাড়তে ‌হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sunny Chakrabarty
Sunny Chakrabarty @cook_22015428

মন্তব্যগুলি

Similar Recipes