ফুলকপির মুড়ি ঘন্ট

তন্দ্রা মাইতি
তন্দ্রা মাইতি @cook_15996910
রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

আধঘন্টা
চার জনের
  1. ১টা মাঝারি ফুলকপি
  2. ২ টিআলু ছোট করে কাটা
  3. ১০০ গ্রামগোবিন্দ ভোগ চাল
  4. ১০০ গ্রামমটরশুঁটি
  5. ১টিটমেটো কুচি
  6. ১ চা চামচঘি ও গরম মশলা গুঁড়ো
  7. স্বাদ মতোকাঁচা লঙ্কা
  8. পরিমান মতোআদাবাটা নুন হলুদ লঙকা গুঁড়ো চিনি
  9. পরিমাণ মতোসাদা তেল
  10. ফোড়নের জন্য লাগবে
  11. ১ চা চামচ গোটা জিরে
  12. ১ টিশুকনো লঙ্কা
  13. ১ চা চামচআদাবাটা
  14. ১ চা চামচগরম মশলা
  15. ১টিতেজপাতা

রান্নার নির্দেশ সমূহ

আধঘন্টা
  1. 1

    প্রথমে ফোঁড়ন দিতে হবে তেলে

  2. 2

    তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে গরম মশলা তেলে ফোঁড়ন দিতে হবে

  3. 3

    এবার তার মধ্যে ছোট ছোটো টুকরো করে কাটা আলু দিয়ে তাতে নুন হলুদ দিয়ে ভাজতে হবে

  4. 4

    এবার ফুলকপি দিয়ে তার মধ্যে

  5. 5

    একে একে টমাটো কুচি মটরশুঁটি ভিজিয়ে রাখা গোবিন্দ ভোগ চাল আদাবাটা নুন হলুদ লঙকা গুঁড়ো চিনি ধনে জিরে গুঁড়ো সব দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে

  6. 6

    এবার কড়াইতে দু কাপ গরম জল দিয়ে ফুটতে দিতে হবে

  7. 7

    গ্যাস সিমে করে রাখতে হবে

  8. 8

    এবার সেদ্ধ হলে গ্যাস বন্ধ করে দিতে হবে এবার ওপরে ঘি গরম মশলা দিয়ে দিতে হবে

  9. 9

    এবার পরিবেশনের জন্য তৈরি ফুলকপির মুড়ি ঘন্টা ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
তন্দ্রা মাইতি

মন্তব্যগুলি

Similar Recipes