ক্রিসপি চিলি পটেটো

Puja Chatterjee
Puja Chatterjee @cook_18261021
রেসিপি এডিট করুন
See report
শেয়ার

উপকরণ

  1. ২ টো বড়ো আলু
  2. ১টা ছোটো পেঁয়াজ
  3. ৬ কোয়া রসুন
  4. ২ টো চেরা কাঁচা লঙ্কা
  5. ২ টেবিল চামচ ময়দা
  6. স্বাদ মতোনূন ও চিনি
  7. প্রয়োজন অনুযায়ীসাদা তেল
  8. প্রয়োজন অনুযায়ী মধু
  9. ১চা চামচটমেটো সস
  10. ১/২চা চামচসোয়া সস
  11. পরিমাণ মতোধনে পাতা কুচি
  12. ১/২ক্যাপসিকাম

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে আলু গুলোকে ফ্রেঞ্চ ফ্রাই এর মত কেটে ভালো করে ধুয়ে নিয়ে ঠান্ডা জলে ভিজিয়ে রাখতে হবে

  2. 2

    তারপর পেঁয়াজ গুলো কে ডুমো ডুমো করে কেটেনিতে হবে আর রসুন গুলোকেও কুচিয়ে নিতে হবে

  3. 3

    এরপর আলু গুলো কে জল থেকে তুলে মায়দা মাখিয়ে জোর আঁচে ভেজে তুলে নিতে হবে।তারপর কড়াই তে তেল দিয়ে পেঁয়াজ ক্যাপসিকাম রসুন কুচি লঙ্কা কুচি দিয়ে ভেজে তাতে টমেটো সস সোয়া সস নুন চিনি দিয়ে ওই ফ্রেঞ্চ গুলো দিয়ে একটু নেড়ে নিয়ে মধু দিয়ে নামিয়ে নিতে হবে।চাইলে ভাজা সাদা তিল্ ও ওপর থেকে ছড়িয়ে দিতে পারো।

প্রতিক্রিয়াগুলি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

মন্তব্যগুলি

দ্বারা রচিত

Puja Chatterjee
Puja Chatterjee @cook_18261021

Similar Recipes