টমেটোর চাটনি

Pubali Chakraborty
Pubali Chakraborty @cook_15704170

#টমেটো দিয়ে রান্না

টমেটোর চাটনি

#টমেটো দিয়ে রান্না

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৪টে টমেটো
  2. স্বাদমতো চিনি
  3. ১/২ কাপ আমসত্ত্ব কুচি
  4. ১ চিমটি নুন
  5. ১ চা চামচ তেল
  6. ১/২ চা চামচ পাঁচফোড়ন
  7. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    কড়াইতে তেল গরম করে তাতে পাঁচফোড়ন দিয়ে একটু নাড়িয়ে নিতে হবে।

  2. 2

    তারপর তার মধ্যে টমেটো কুচি দিয়ে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে যতক্ষণ না টমেটো টা একটু গলে যাচ্ছে।

  3. 3

    টমেটো গলে গেলে স্বাদ অনুযায়ী চিনি ও হাফ কাপ একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।

  4. 4

    তারপর তার মধ্যে কেটে রাখা আমসত্ত্ব কুচি দিয়ে ভাল করে মিশিয়ে কিছুক্ষণ রান্না করতে হবে যতক্ষণ না টমেটো চাটনি টা একটু ঘন হয়ে আসছে।

  5. 5

    চাটনি টা ঘন হলে গ্যাস থেকে নামিয়ে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Pubali Chakraborty
Pubali Chakraborty @cook_15704170

মন্তব্যগুলি

Similar Recipes