টমেটো ও আমসত্ত্বর চাটনি (Tomato chutney recipe in bengali)

Supriti Paul
Supriti Paul @cook_26208681

#রোজকার সব্জী
#টমেটো
#Week2
শেষ পাতে চাটনি চাই । আমি আজ আমসত্ত্ব, টমেটো দিয়ে চাটনি করেছি ।

টমেটো ও আমসত্ত্বর চাটনি (Tomato chutney recipe in bengali)

#রোজকার সব্জী
#টমেটো
#Week2
শেষ পাতে চাটনি চাই । আমি আজ আমসত্ত্ব, টমেটো দিয়ে চাটনি করেছি ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

15 মিনিট
4 জন
  1. 4 টিটমেটো কুচি
  2. 1 টি 20 টাকারআমসত্ত্ব রোল
  3. 1/2 কাপগুড়
  4. 1 চা চামচচিনি
  5. 1 টিশুকনো লঙ্কা
  6. 1/4 চা চামচ সর্ষে
  7. 1 চিমটিলঙ্কা গুঁড়ো
  8. 1/4 চা চামচহলুদ গুঁড়ো
  9. 1 টিতেজপাতা
  10. 1টেবিল চামচ তেল

রান্নার নির্দেশ সমূহ

15 মিনিট
  1. 1

    প্রথমে টমেটো ও আমসত্ত্ব গুলো
    কেটে নিতে হবে । এবার কড়াই বসিয়ে গরম করে তাতে তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা ও সরষে ফোড়ন দিতে হবে ।সুগন্ধ বেরোলে তারমধ্যে টমেটো কুচি দিতে হবে ।নুন, হলুদ ও লঙ্কাগুঁড়ো দিয়ে নেড়ে ঢাকা দিতে হবে ।

  2. 2

    মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে দিতে হবে তলায় লেগে না যায় । এইভাবে টমেটো সেদ্ধ হলে অল্প জল দিয়ে গুড়, চিনি দিতে হবে ।

  3. 3

    গুড় ও চিনি গলে চাটনী বেশ ঘন হয়ে এলে এর মধ্যে আমসত্ত্ব গুলো দিয়ে দিতে হবে । নেড়ে মিশিয়ে একমিনিট ফুটলেই গ্যাস বন্ধ করতে হবে যাতে আমসত্ত্ব গলে না যায় ।

  4. 4

    ব্যাস তাহলেই তৈরী সুস্বাদু টমেটো, আমসত্ত্বর চাটনী ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Supriti Paul
Supriti Paul @cook_26208681

Similar Recipes