চিকেন টিক্কা মাসালা টাকোস উইথ গ্রীন সস

Priyanka Barua Chakraborty
Priyanka Barua Chakraborty @cook_16487183

#রাধুনিরপাচঁকাহন
#ফিউশন
আমি এই সপ্তাহে মাস্টারশেফ চ্যালেঞ্জ এ ফিউশন হিসেব এ ইন্ডিয়া এবং মেক্সিকান এর মেলবন্ধন ঘটিয়েছি।
যে কোনো পার্টি হোক বা ইভিনিং স্ন্যাক্স হোক অথিতি দের খাইয়ে প্রশংসা কুরোতে পারেন।

চিকেন টিক্কা মাসালা টাকোস উইথ গ্রীন সস

#রাধুনিরপাচঁকাহন
#ফিউশন
আমি এই সপ্তাহে মাস্টারশেফ চ্যালেঞ্জ এ ফিউশন হিসেব এ ইন্ডিয়া এবং মেক্সিকান এর মেলবন্ধন ঘটিয়েছি।
যে কোনো পার্টি হোক বা ইভিনিং স্ন্যাক্স হোক অথিতি দের খাইয়ে প্রশংসা কুরোতে পারেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

প্রিপেরেশন টাইম - ৬০ মিনিটকুকিং টাইম - ৩০ মিনিট
৪ জনের জন্য
  1. চিকেন টিক্কা মাসালা বানানোর জন্য :
  2. ১/২কাপটক দই ঘন
  3. ১ টেবিল চামচআদা রসুন বাটা
  4. ১ টেবিল চামচলাল লংকা গুঁড়ো
  5. ১ চা চামচধনে গুঁড়ো
  6. ১চা চামচজিরে গুড়ো
  7. ১ চা চামচহলুদ গুড়ো
  8. ১ চা চামচআমচুর পাওডার
  9. ১ চা চামচগরম মশলা গুড়ো
  10. স্বাদ মতনুন
  11. ২৫০গ্রামবোনলেস চিকেন
  12. ১ চা চামচগোটা জিরে
  13. ৪ টেকাচা লংকা
  14. টোমেটো কুচি - ১ টা মাঝারি সাইজের
  15. চামচপেয়াজ বাটা - ১ টেবিল
  16. চামচসাদা তেল ২ টেবিল
  17. ১ টা মাঝারি ক্যাপ্সিকাম কুচি
  18. ১ টা মাঝারি পেঁয়াজ কুচি
  19. ১০০ মিলিজল
  20. ১/২ চা চামচ কসুরি মেথি
  21. টাকোস বানানোর জন্য:
  22. ২কাপময়দা
  23. ১/২ চা চামচনুন
  24. ১ চা চামচবেকিং পাওডার
  25. ১ কাপটক দই
  26. পরিমান মতজল
  27. প্রয়োজন অনুযায়ীধনে পাতা কুচি
  28. ১ চা চামচকালো জিরে
  29. গ্রীন সস বানানোর জন্য :
  30. ১চা চামচসাদা তেল
  31. ১/২ কাপদই
  32. ১চা চামচচাট মশলা
  33. স্বাদ মতনুন
  34. ১ টেবিল চামচ চিনি
  35. প্রয়োজন মতফ্রেশ ক্রীম
  36. ১ আঁটিধনে পাতা

রান্নার নির্দেশ সমূহ

প্রিপেরেশন টাইম - ৬০ মিনিটকুকিং টাইম - ৩০ মিনিট
  1. 1

    সব উপকরন একসাথে করে নিন। কড়াইতে সাদা তেল গরম করুন। গরম হলে গোটা জিরে দিন।

  2. 2

    জিরে ভাজা হলে পেঁয়াজ, কাচা লংকা, আদা রসুন বাটা দিন। নাড়াচাড়া করে সব গুড়ো মশলা গুলো দিয়ে দিন। একটু জল দিয়ে দিন যাতে মশলা টা পুরে না জায়। ভাজা হলে টমেটো কুচি দিন।

  3. 3

    ভালো করে কসিয়ে সামান্য জল দিয়ে দিন। টক দই দিন । ভালো করে দই টা মিশে গেলে চিকেন দিন ।

  4. 4

    ৮-১০ মিনিট রান্না করুন। চিকেন এর থেকে জল শুকিয়ে গেলে পেঁয়াজ কুচি, ক্যাপ্সিকাম কুচি দিন। নাড়াচাড়া করে কসুরি মেথি দিন।

  5. 5

    রান্না হয়ে গেলে ঠান্ডা হতে দিন।

  6. 6

    টাকোস বানানোর জন্য: একটা পাত্রে ময়দা, নুন, বেকিং পাওডার, দই দিয়ে ভালো মেখে আস্তে আস্তে জল দিয়ে একটা নরম ডো বানিয়ে নিন । ১৫ মিনিট রেখে দিন। তার থেকে গোল গোল লেচি বানিয়ে নিন।

  7. 7

    লেচি গুলো এবার বেলে নিন তার মধ্যে ধনে পাতা আর কালো জিরে দিন। আর হাত দিয়ে আস্তে আস্তে চেপে দিন ।

  8. 8

    এবার শুকনো তাওয়া তে সেকে নিন।তারপর ওভেন এর বার্নার এ সেকে নিন। দেখবেন ফুলে যাবে। এইভাবে সব লেচি গুলো সেকে নিন।

  9. 9

    গ্রীন সস বানানোর জন্য : ধনে পাতা,দই,চাট মশলা, চিনি,নুন স্বাদ মত দিয়ে ভালো করে পেস্ট করে দিন

  10. 10

    এবার টাকোস গুলো নিন। প্রথম স্তর এ গ্রীন সস দিন। তারপর চিকেন টিক্কা মাসালা দিন।
    তারপর ওপর দিয়ে পেয়াজের রিং এবং ফ্রেশ ক্রীম ছরিয়ে দিন ।

  11. 11

    ফিউশন হিসেব এ ইন্ডিয়া এবং মেক্সিকান এর মেলবন্ধন ঘটিয়েছি।
    যে কোনো পার্টি হোক বা ইভিনিং স্ন্যাক্স হোক অথিতি দের খাইয়ে প্রশংসা কুড়োতে পারেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Priyanka Barua Chakraborty

Similar Recipes