লক্ষ্ণৌই গোস্ত বিরিয়ানী (lucknowi gost biryani recipe in Bengali)

Swagata Banerjee
Swagata Banerjee @cook_16336554

#goldenapron2
পোস্ট14
স্টেট উত্তর প্রদেশ

ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে প্রচলিত বিভিন্ন জনপ্রিয় মোঘলাই খাবার গুলির মধ্যে বিরিয়ানী এক অন্যতম নাম। কলকাতা, হায়দ্রাবাদ, লক্ষ্ণৌ, তামিলনাড়ু বা কেরালা...সব প্রদেশেই আঞ্চলিক ঘরাণায় বিরিয়ানী পরিবেশন করা হয়ে থাকে। এদের মধ্যে উত্তর প্রদেশের লক্ষ্ণৌ ঘরাণায় তৈরী বিরিয়ানীতে খুবই অভিনবত্বের সাথে মশলার ভরপুর সুগন্ধ মেশানো হয় অথচ অন্যান্য আরও বহু বিরিয়ানীগুলির মতো এতে কোনো রকম মশলার দানা মুখে পড়ে না‌। খুবই স্বচ্ছ মাণের সুগন্ধিযুক্ত লক্ষ্ণৌই বিরিয়ানী সেই কারণেই সব ধরনের মানুষ উৎফুল্ল চিত্তে উপভোগ করতে পারেন। যেকোনো বিশেষ দিনের অনুষ্ঠানের মধ্যমণি হয়ে ওঠার জন্য এই লক্ষ্ণৌই বিরিয়ানী একেবারে আদর্শ একটি পদ

লক্ষ্ণৌই গোস্ত বিরিয়ানী (lucknowi gost biryani recipe in Bengali)

#goldenapron2
পোস্ট14
স্টেট উত্তর প্রদেশ

ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে প্রচলিত বিভিন্ন জনপ্রিয় মোঘলাই খাবার গুলির মধ্যে বিরিয়ানী এক অন্যতম নাম। কলকাতা, হায়দ্রাবাদ, লক্ষ্ণৌ, তামিলনাড়ু বা কেরালা...সব প্রদেশেই আঞ্চলিক ঘরাণায় বিরিয়ানী পরিবেশন করা হয়ে থাকে। এদের মধ্যে উত্তর প্রদেশের লক্ষ্ণৌ ঘরাণায় তৈরী বিরিয়ানীতে খুবই অভিনবত্বের সাথে মশলার ভরপুর সুগন্ধ মেশানো হয় অথচ অন্যান্য আরও বহু বিরিয়ানীগুলির মতো এতে কোনো রকম মশলার দানা মুখে পড়ে না‌। খুবই স্বচ্ছ মাণের সুগন্ধিযুক্ত লক্ষ্ণৌই বিরিয়ানী সেই কারণেই সব ধরনের মানুষ উৎফুল্ল চিত্তে উপভোগ করতে পারেন। যেকোনো বিশেষ দিনের অনুষ্ঠানের মধ্যমণি হয়ে ওঠার জন্য এই লক্ষ্ণৌই বিরিয়ানী একেবারে আদর্শ একটি পদ

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা
২ জনের জন্য
  1. মাংসের জন্য-
  2. ২০০ গ্ৰাম পাঁঠার মাংস
  3. ১/৩ কাপ ফেটানো টকদই
  4. ২ টো মাঝারি আকারের পেঁয়াজ, স্লাইস করে কাটা
  5. ১ টেবিল চামচ আদা্কুচি
  6. ৫-৬ টা রসুনের কোয়া
  7. ৪ টে ছোট এলাচ
  8. ৫ টা লবঙ্গ
  9. ১/২ ইঞ্চি লম্বা এক টুকরো দারচিনি
  10. ২ টো বড় এলাচ
  11. ১ টা জয়িত্রীর ফুল
  12. ১ টা জায়ফল
  13. ১ টেবিল চামচ ঘি
  14. ১/২ টেবিল চামচ সাদা তেল
  15. ১.৫ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো
  16. ১/২ চা চামচ গোলাপ জল
  17. ১/২ চা চামচ কেওড়া জল
  18. ২ ফোঁটা মিঠা আতর
  19. ২ টেবিল চামচ উষ্ণ গরম জলে ভেজানো ২ চিমটি জাফরান
  20. ১/৩ কাপ দুধ
  21. স্বাদমতো নুন
  22. ভাতের জন্য-
  23. ১ কাপ বাসমতী চাল
  24. ৪ টে ছোট এলাচ
  25. ৫ টা লবঙ্গ
  26. ১/২ ইঞ্চি লম্বা এক টুকরো দারচিনি
  27. ১ টা তেজপাতা
  28. ১/২ টেবিল চামচ নুন
  29. ২ টেবিল চামচ সাজানোর জন্যপেঁয়াজের বেরেস্তা ( ঐচ্ছিক)
  30. ২ টেবিল চামচসাজানোর জন্য ধনেপাতা কুচি (ঐচ্ছিক)

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা
  1. 1

    বড় এলাচ, জয়িত্রী ও জায়ফল একসাথে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিলাম

  2. 2

    এবার এই গুঁড়োটা ভালো করে ছেঁকে নিলাম যাতে খুব মসৃণ একটা মশলার গুঁড়ো পাওয়া যায়

  3. 3

    আদা ও রসুন একসাথে থেঁতো করে নিলাম

  4. 4

    মাংস বানানোর জন্য প্রেশার কুকারে তেল ও অর্ধেকটা ঘি একসাথে গরম করে পেঁয়াজের স্লাইস গুলো দিয়ে লালচে করে ভেজে নিলাম

  5. 5

    পেঁয়াজের রঙ লালচে হয়ে গেলে থেঁতো করা আদা-রসুনটা দিয়ে দিলাম

  6. 6

    ছোট এলাচ, লবঙ্গ ও দারচিনি দিয়ে দিলাম

  7. 7

    সবকিছু বেশ কিছুক্ষণ নেড়ে নিয়ে মাংসটা দিয়ে দিলাম

  8. 8

    সাথে সাথেই টকদই, লাল লঙ্কার গুঁড়ো ও নুন দিয়ে দিলাম এবং সবকিছুর সাথে মাংসটা বেশ কিছুক্ষণের জন্য কষিয়ে নিলাম

  9. 9

    এবার পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নিলাম এবং ঝোলটা ফুটে উঠলে প্রেশার কুকারের ঢাকা বন্ধ করে ৩ টে সিটি দিয়ে নিলাম

  10. 10

    ইতিমধ্যে ভাতের জন্য বাসমতী চালটা জলে ১ ঘন্টা ভিজিয়ে রেখেছি, এবার সেটা জল থেকে ছেঁকে নিলাম

  11. 11

    এবার নুন মেশানো গরম জলে এলাচ, লবঙ্গ, দারচিনি ও তেজপাতা দিয়ে ফুটিয়ে নিলাম

  12. 12

    জল ফুটে উঠলে চালটা দিয়ে দিলাম এবং ঢাকা দিয়ে মাঝারি আঁচে ৭-৮ মিনিটের জন্য রেখে দিলাম যাতে চালটা ৭০% সেদ্ধ হয়ে যায়

  13. 13

    তারপর আঁচ বন্ধ করে ভাতটা একটা কাঁটাচামচ দিয়ে হালকা হাতে নেড়ে নিলাম যাতে দানা গুলো খুলে যায় কিন্তু ভেঙে না যায়

  14. 14

    তারপর ভাতের মধ্যে থেকে সাবধানে গোটা মশলা গুলো তুলে ফেলে দিলাম

  15. 15

    এবার লক্ষ্ণৌ-এর বিরিয়ানীর আসল বৈশিষ্ট্যের দিকে চোখ দেওয়ার পালা, আর সেটা হলো এর মাংসের ঝোলের অভিনবত্ব। মাংসের প্রেশার কুকার থেকে প্রেশার সম্পূর্ণ বেরিয়ে গেলে ঢাকা খুলে সবার প্রথমে মাংসের ঝোলের ওপরে ভাসতে থাকা তেলটা সাবধানে তুলে আলাদা করে নিলাম

  16. 16

    এবার ঝোলটা থেকে মাংস গুলো তুলে আলাদা একটা পাত্রে সরিয়ে রাখলাম

  17. 17

    এবার এই ঝোলটা একটা ছাঁকনির সাহায্যে খুব ভালো করে ছেঁকে নিলাম যাতে ছেঁকে নেওয়া ঝোলে কোনো রকমের মশলার দানা না থাকে

  18. 18

    এবার এই ঝোলটার মধ্যে একে একে দুধ মিশিয়ে নিলাম এবং ভাজা জায়ফল-জয়িত্রী-এলাচের গুঁড়োটা দিয়ে দিলাম

  19. 19

    এবার কেওড়া জল, গোলাপ জল ও মিঠা আতর দিয়ে দিলাম

  20. 20

    এবার বাকি অর্ধেকটা ঘি দিয়ে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম

  21. 21

    এবার এই ঝোলটার মধ্যে মাংস গুলো আবার মিশিয়ে দিলাম। এইভাবে মাংসের ঝোলে স্বাদ ও সুগন্ধি যোগ করার প্রক্রিয়াই এই বিরিয়ানীর অভিনবত্বের মূল কারণ

  22. 22

    এবার বিরিয়ানী দমে রাখার পালা। তার জন্য একটা বড় হাঁড়ি বা কড়াইয়ে প্রথমেই কিছুটা ভাত বিছিয়ে দিলাম ও তার ওপরে বেশ কিছুটা ঝোল সমেত কয়েক টুকরো মাংস ছড়িয়ে দিলাম

  23. 23

    তার ওপরে আরও কিছুটা ভাত বিছিয়ে একইভাবে ঝোল ও মাংস ছড়িয়ে দিলাম

  24. 24

    এইভাবে ২-৩ টে লেয়ার সাজিয়ে নিয়ে সবার ওপরে বাকি ভাতটুকু ছড়িয়ে নিয়ে ওপর থেকে মাংসের ঝোলের তেলটা (যেটা ঝোলের ওপর থেকে তুলে সরিয়ে রেখেছিলাম) ছড়িয়ে দিলাম

  25. 25

    জলে গোলা জাফরানটাও ছড়িয়ে দিলাম

  26. 26

    এবার আটার মন্ড দিয়ে পাত্রের চারপাশটা মুড়ে ওপরে ঢাকা চাপিয়ে গনগনে আঁচে ৩ মিনিট দম দিয়ে নিলাম

  27. 27

    এরপর একটা তাওয়ার ওপরে বিরিয়ানীর পাত্রটা রেখে মাঝারি আঁচে আরও ৮ মিনিট দমে রেখে দিলাম

  28. 28

    এরপর আঁচ বন্ধ করে আরও ৩ মিনিট রেখে দিলাম এবং তারপর পাত্রের চারপাশের মন্ডটা ছুরি দিয়ে কেটে ওপরের ঢাকাটা সরিয়ে নিয়ে একটা হাতা দিয়ে সাবধানে বিরিয়ানীটা ধীরে ধীরে তলা থেকে ওপরের দিকে তুলে নিলাম যাতে ভাতের দানাগুলো অটুট থাকে

  29. 29

    এবার বিরিয়ানীটা পরিবেশন করার জন্য একদম তৈরী। সাধারণত লক্ষ্ণৌই বিরিয়ানীতে আলাদা করে আর অন্য কোনো অতিরিক্ত উপাদান যোগ করা হয়না, কিন্তু আমার বিশেষ পছন্দের কারণে ও সাজালে দেখতে ভালো লাগে বলে ওপর থেকে পেঁয়াজের বিরিস্তা ও ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করেছি। যেকোনো ধরনের পছন্দসই রায়তার সাথে এই লক্ষ্ণৌই বিরিয়ানী পরিবেশন করে সকলের মন জয় করে নিন

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Swagata Banerjee
Swagata Banerjee @cook_16336554

Similar Recipes