বাঙালি স্বাদের ফ্রায়েড রাইস (Bangali swader fried rice recipe in Bengali)

Ankita Roy Mondal
Ankita Roy Mondal @cook_19381517
Kolkata

#আমারপ্রথমরেসিপি
#ডিনার রেসিপি

বাঙালি স্বাদের ফ্রায়েড রাইস (Bangali swader fried rice recipe in Bengali)

#আমারপ্রথমরেসিপি
#ডিনার রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ঘন্টা
৫জন
  1. 500 গ্রামবাসমতি চাল
  2. 150 গ্রামকুচানো গাজর
  3. 100 গ্রামকুচানো বিন্স
  4. 100 গ্রামমটরশুঁটি
  5. 10-12টা কাজু
  6. 20-22 টা কিসমিস
  7. 1/2 ইঞ্চিদারুচিনি
  8. 2 টো ছোট এলাচ
  9. 2টো তেজপাতা
  10. 1টেবিল চামচ গরম মসলা গুঁড়া
  11. 50 গ্রামচিনি
  12. স্বাদমতো নুন
  13. 5-6টেবিল চামচ সাদা তেল
  14. 2টেবিল চামচ ঘি
  15. পরিমাণ মতো জল

রান্নার নির্দেশ সমূহ

১ঘন্টা
  1. 1

    প্রথমে বাসমতি চাল গুলো 30 মিনিট এর জন্য জলে ভিজিয়ে রাখতে হবে।

  2. 2

    এরপর চালগুলো ভালো করে ধুয়ে নিতে হবে।

  3. 3

    একটি বড় পাত্রে জল নিতে হবে (চালের চার গুন জল নিতে হবে। 1কাপ চালের জন্য 4কাপ)।

  4. 4

    জল ফুটে উঠলে তার মধ্যে 2টেবিল চামচ সাদা তেল, 1 টেবিল চামচ নুন, 1টা তেজপাতা দিয়ে বাসমতি চাল গুলো দিয়ে দিতে হবে।

  5. 5

    চাল 90% সিদ্ধ হয়ে গেলে ভালো করে ফ্যান ঝরিয়ে নিতে হবে।

  6. 6

    এরপর কড়াই তে 4টেবিল চামচ তেল গরম করে তাতে সমস্ত গোটা মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে গাজর,বীনস্, মটরশুঁটি,কাজু, কিসমিস ভালো করে ভেজে নিতে হবে।

  7. 7

    এরপর 90% সিদ্ধ করে রাখা ভাত কড়াই তে দিয়ে একদম কম আঁচে অন্যান্য সব্জি গুলোর সাথে ধীরে ধীরে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে ভাত ভেঙে না যায়।

  8. 8

    পরিমাণ মতো নুন ও চিনি মিশিয়ে দিতে হবে।

  9. 9

    সমস্ত সব্জি ভালো করে মিশে গেলে 2 টেবিল চামচ ঘি এবং 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Ankita Roy Mondal
Ankita Roy Mondal @cook_19381517
Kolkata

মন্তব্যগুলি

Similar Recipes