ভারমিসেলি এগ বিরিয়ানি (vermicelli egg biryani recipe in Bengali)

Mousumi Mandal Mou
Mousumi Mandal Mou @cook_16067991

ভারমিসেলি এগ বিরিয়ানি (vermicelli egg biryani recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1 ঘন্টা
3 জন
  1. 2 কাপভারমিসেলি
  2. পরিমান মতো জল(শিমুই সিদ্ধ করার জন্য)
  3. 1/4চা চামচ লবন(শিমুই সিদ্ধের সময় দিতে হবে)
  4. 3টেবিল চামচ ঘি(2+1)
  5. 1টি তেজপাতা
  6. 2টি এলাচ
  7. 1 টুকরোদারুচিনি
  8. 3টি লবঙ্গ
  9. 1টি মাঝারি আকারের আলু(ছোটো করে কাটা)
  10. 1টি মাঝারি আকারের গাজর(ছোটো করে কাটা)
  11. 2টি কাঁচালঙ্কা(চেরা/কুচি করা)
  12. 1টি মাঝারি আকারেরপেঁয়াজ (কুচি করা)
  13. স্বাদমতো লবণ
  14. 1/4 কাপমটরশুঁটি
  15. 2টি টমেটো(কুচি করা)
  16. 1টেবিল চামচ ধনেপাতা(1+1)
  17. 1চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  18. 1/3চা চামচ হলুদ গুঁড়ো
  19. 1চা চামচ ধনে গুঁড়ো
  20. 1চা চামচ বিরিয়ানি মসলা
  21. 1 কাপজল
  22. 3টি সিদ্ধ ডিম
  23. 1.5টেবিল চামচ ভাজা পিঁয়াজ
  24. 1টেবিল চামচ পুদিনাপাতা

রান্নার নির্দেশ সমূহ

1 ঘন্টা
  1. 1

    প্রথমে ভারমিসেলি/শিমুই শুকনো করাই বা প্যানে রোস্ট করে নিতে হবে।হালকা বাদামি হলে নামিয়ে নিতে হবে। তারপর একটি পাত্রে পরিমান মতো জল দিয়ে রোস্টেড ভারমিসেলি গুলোকে 3 মিনিট মতো সিদ্ধ করে নিতে হবে।মোটামুটি 80% সিদ্ধ হলেই নামিয়ে নিতে হবে।

  2. 2

    এবার একটি প্যান বা কড়াইতে 2 টেবিল চামচ ঘি দিতে হবে। ঘি গরম হলে তেজপাতা,এলাচ,দারুচিনি,লবঙ্গ দিতে হবে। এরপর ছোটো করে কাটা আলু দিতে হবে।

  3. 3

    এরপর একে একে গাজর,কাঁচালঙ্কা,পিঁয়াজ কুঁচি দিয়ে নাড়াচাড়া করতে হবে।স্বাদমতো লবন দিতে হবে।

  4. 4

    তারপর একে একে টমেটো,মটরশুটি,অর্ধেক ধনেপাতা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে হলুদগুঁড়ো,কাশ্মীরি লঙ্কাগুঁড়ো, ধনেগুঁড়ো,বিরিয়ানি মসলা ইত্যাদি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।

  5. 5

    এরপর 1 কাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে উপরে সিদ্ধ ডিম গুলো রেখে ঢেকে 5 থেকে 7 মিনিট মতো রান্না করতে হবে। ডিম গুলো গোটা দিলেও হবে আবার আধখানা করে দিলেও হবে।

  6. 6

    5 থেকে 7 মিনিট পর ডিম সমেত পুরো গ্রেভি টা মোটা মুটি হয়ে এলে উপরে সিদ্ধ করে রাখা ভারমিসেলি ভালো করে ছড়িয়ে দিতে হবে। এরপর একে একে ভাজা পিঁয়াজ,বাকি ধনেপাতা, পুদিনাপাতা, 1 টেবিল চামচ ঘি ছড়িয়ে দিয়ে ভালো করে ঢেকে 5 মিনিট মতো রান্না করতে হবে।

  7. 7

    তাহলেই রেডি "ভারমিসেলি এগ বিরিয়ানি"।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mousumi Mandal Mou
Mousumi Mandal Mou @cook_16067991

মন্তব্যগুলি

Similar Recipes