হায়দ্রাবাদি এগ বিরিয়ানি

Mousumi Mandal Mou
Mousumi Mandal Mou @cook_16067991

#ইন্ডিয়া

হায়দ্রাবাদি এগ বিরিয়ানি

#ইন্ডিয়া

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1 ঘন্টা
3 জন
  1. ভাতের জন্য উপকরণ
  2. 400 গ্রামবাসমতি চাল
  3. 1.5 লিটারজল
  4. 1টেবিল চামচ লবন
  5. 1টি তেজপাতা
  6. 2টি এলাচ
  7. 2টি লবঙ্গ
  8. 1টি দারুচিনি
  9. ডিম ভাজার জন্য উপকরণ
  10. 1টেবিল চামচ তেল
  11. 1/2চা চামচ হলুদগুঁড়ো
  12. 1/2চা চামচ লবন
  13. 4টি সিদ্ধ ডিম
  14. গ্রেভির জন্য উপকরণ
  15. 4টেবিল চামচ তেল
  16. 4টি সবুজ এলাচ
  17. 2টি কালো এলাচ
  18. 5/6টি গোলমরিচ
  19. 1টি তেজপাতা
  20. 4টি লবঙ্গ
  21. 1টি দারুচিনি
  22. 1/2চা চামচ শাহজিরা
  23. 3টি মাঝারি আকারের পেঁয়াজ
  24. 50 গ্রামকাজুবাদাম
  25. 2টেবিল চামচ আদা-রসুন বাটা
  26. 2টি টমেটো
  27. 2টি কাঁচালঙ্কা(সরু করে চেরা)
  28. 1চা চামচ হলুদ গুঁড়ো
  29. 1চা চামচ লঙ্কাগুঁড়ো
  30. স্বাদমতো লবন
  31. 1চা চামচ ধনেগুঁড়ো
  32. 2চা চামচ বিরিয়ানি মসলা
  33. 4টেবিল চামচ ফেটানো দই
  34. 2টেবিল চামচ ধনেপাতা কুঁচি
  35. 1/2 কাপগরম জল
  36. 4টি গোটা কাঁচালঙ্কা
  37. 2টেবিল চামচ জাফরান মিল্ক
  38. 1/2 কাপভাজা পেঁয়াজ

রান্নার নির্দেশ সমূহ

1 ঘন্টা
  1. 1

    একটি পাত্রে 1.5 লিটার মতো জল নিতে হবে। তারসাথে তেজপাতা, এলাচ,দারুচিনি,লবঙ্গ,লবন দিতে হবে।জল ফুটে উঠলে বাসমতি চাল দিতে হবে। চাল 80% মতো সিদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে নিতে হবে।

  2. 2

    পেঁয়াজ,টমেটো,কাঁচালঙ্কা কেটে নিতে হবে।

  3. 3

    এরপর কড়াইতে 4 টেবিল চামচ তেল দিতে হবে।তেল গরম হলে সবুজ এলাচ,লবঙ্গ,তেজপাতা,দারুচিনি,গোলমরিচ,কালো এলাচ,শাহজিরা দিতে হবে। তারপর কাজুবাদাম, পেঁয়াজ ও কাঁচালঙ্কা দিয়ে ভালো মতো নাড়তে হবে।

  4. 4

    পেঁয়াজ ভাজা ভাজা হয়ে এলে টমেটো দিতে হবে। তারপর একে একে আদা-রসুন বাটা,লবন,হলুদগুঁড়ো,লঙ্কাগুঁড়ো,ধনেগুঁড়ো,বিরিয়ানি মসলা দিয়ে একদম কম আঁচে রান্না করতে হবে। টমেটো সিদ্ধ হয়ে এলে ফেটানো দই দিতে হবে।

  5. 5

    তারপর আগে থেকে লবন,হলুদ দিয়ে ভেজে রাখা ডিম গুলো দিয়ে দিতে হবে। 1/2 কাপ মতো জল দিতে হবে গ্রেভির জন্য। 2 মিনিট মতো রান্না করে শেষে গোটা কাঁচালঙ্কা, ধনেপাতা ছড়িয়ে দিয়ে গ্যাস বন্ধ করে দিতে হবে।

  6. 6

    এরপর একটি তলা সমান পাত্র নিতে হবে। অল্প একটু ঘি ব্রাশ করে নিতে হবে। প্রথমে অর্ধেক ডিম সমেত অর্ধেক গ্রেভি দিতে হবে।তার উপর অর্ধেক ভাত দিতে হবে। উপর দিয়ে অর্ধেক জাফরান মিল্ক ছড়িয়ে দিতে হবে।

  7. 7

    তারপর বাকি ডিম আর গ্রেভি দিয়ে শেষ বারের মতো ভাত দিতে হবে। উপর দিয়ে জাফরান মিল্ক এবং ভাজা পিঁয়াজ ছড়িয়ে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট মতো রান্না করতে হবে।

  8. 8

    তাহলেই রেডি ''হায়দ্রাবাদি এগ বিরিয়ানি''।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mousumi Mandal Mou
Mousumi Mandal Mou @cook_16067991

মন্তব্যগুলি

Similar Recipes