ভাতের সাথে ঝুরি আলুভাজা  আর ডিমের মিরচিমশলা(jhuri aloo bhaja and dim mirchi masala recipe in Bengali

Barnali Debdas
Barnali Debdas @Barnalifoodyworld

#আমার প্রথম রেসিপি
#বৃষ্টিচ্ছাস

ভাতের সাথে ঝুরি আলুভাজা  আর ডিমের মিরচিমশলা(jhuri aloo bhaja and dim mirchi masala recipe in Bengali

#আমার প্রথম রেসিপি
#বৃষ্টিচ্ছাস

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১০মিনিট
১জন
  1. ১ টাসেদ্ধ ডিম
  2. ১টাপেঁয়াজ বাটা
  3. ১ টা টমেটো পেষ্ট
  4. ১ টেবিল চামচলবণ
  5. ১ টেবিল চামচহলুদ গুঁড়ো
  6. ১ টেবিল চামচলঙ্কা গুঁড়ো
  7. ১ টালেবু
  8. ১টেবিল চামচবাদামকুচি
  9. ১ টাভাজা সুকনালঙকা কুচি
  10. ২ টিআলু
  11. ১ বাটিভাত(ডেকোরেশনের জন্য)

রান্নার নির্দেশ সমূহ

১০মিনিট
  1. 1

    প্রথমে আলুগুলোকে সরু সরু করে কেটে নিবেন।৫মিনিট জলে ভিজিয়ে রাখবেন।৫মিনিট পর আলুগুলো কে হলুদ ও লবণ দিয়ে মেখে তেলে ভেজে নিবেন।উপরে সুকনালঙকা কুচি ও বাদামকুচি দিয়ে নিবেন।

  2. 2

    এরপর কড়াইতে তেল দিবেন।তেল গরম হলে পেয়াজের পেষ্ট টা দিয়ে দিবেন।তারপর টমেটোর পেষ্টটা দিবেন।তারপর লবণ দিবেন।এরপর হলুদেরগুড়ো দিয়ে মশলাটা ভালো ভাবে কষিয়ে নিবেন।এরপর জল দিবেন।জলটা ফুটলে ডিমটি দিবেন।

  3. 3

    ১০ মিনিট ঝোলটা জাল দেওয়ার পর ঝোলটা যখন ঘনো হয়ে আসবে তখন গ‍্যাস অফ করে দিবেন।এরপর একটি বাটিতে ডিমেরমিরচি মশলাটা নামিয়ে নিবেন।এরপর ভাতের সাথে ঝুরি আলুভাজা,পেয়াজ ও লেবু দিয়ে ডিমের মিরচি মশলা সাজিয়ে নিবেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Barnali Debdas
Barnali Debdas @Barnalifoodyworld

Similar Recipes